খেলা

তারকাদের পেছনে ফেলে ব্যাটে বলে সেরা মিজানুর-তানভীর

স্পোর্টস রিপোর্টার

১৯ জুন ২০২১, শনিবার, ৮:৪১ অপরাহ্ন

বৃহস্পতিবার শেষ হয়েছে বহুল আলোচিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লীগের প্রথম পর্ব। ছয় দল নিয়ে আজ শুরু হচ্ছে সুপার লীগ। ১২ দলের এই টুর্নামেন্টে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার লীগ নিশ্চিত করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সমান ১৬ পয়েন্ট নিয়ে প্রাইম দোলেশ্বর দ্বিতীয় ও আবাহনী তৃতীয় স্থান দখল করে জায়গা করে নেয় সুপার লীগে। সুপার লীগের বাকি তিন দল হলো- গাজী গ্রুপ, মোহামেডান ও শেখ জামাল। জাতীয় দলের সকলেই অংশ নিয়েছেন এবারের আসরে। প্রথম পর্বে ৬৬ ম্যাচে খুব বেশি রানের দেখা পাওয়া যায়নি। জাতীয় দলের ক্রিকেটারদের পেছনে ফেলে ব্যাট হাতে বাজিমাত করেছেন মিজানুর রহমান, মুনিম শাহরিয়ার, তাসামুল হকের মতো আলোচনার বাইরে থাকা ক্রিকেটাররা। বল হাতেও সেরাদের কাতারে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের মতো শীর্ষ খেলোয়াড়রা। যদিও নিষেধাজ্ঞার কারণে সাকিব তিন ম্যাচ আর ইনজুরিতে পড়ে মোস্তাফিজ দুই ম্যাচ ছিলেন মাঠের বাইরে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই লীগে প্রথম পর্ব শেষে শতক মাত্র একটি। সেটিও মিজানুরের ব্যাটে। ফিফটি এসেছে সমান ৫০টি। এখানেও এগিয়ে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর। সেঞ্চুরি সঙ্গে ফিফটি করেছেন ৩টি। সর্বমোট ৩৯ জন ব্যাটসম্যান এই স্বাদ পেয়েছেন। ১১ রাউন্ড শেষে সর্বোচ্চ ১৬টি করে ছয় হাঁকিয়েছেন ওল্ড ডিওএইচএসের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৫টি ছক্কা হাঁকিয়ে তালিকার তিনে প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান। প্রাইম দোলেশ্বরের ইমরানুজ্জামান ও ব্রাদার্স ইউনিয়নের মিজানুর রহমান ১৪টি করে ছক্কা হাঁকিয়ে আছেন তালিকার চার ও পাঁচ নম্বরে। তামিম ইকবাল ছাড়া জাতীয় দলের কোনো ব্যাটসম্যান নেই সেরা পাঁচে। ১১ ম্যাচে মুশফিকুর রহীম ১৯৮ ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ করেছেন ১৭৯ রান। বোলারদের অবস্থাও প্রায় একইরকম। মোস্তাফিজ, সাকিব, মিরাজদের পেছনে ফেলে প্রথম পর্বে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে শাইনপুকুরের তানভীর ইসলাম। আসরে সাকিব আট ম্যাচে নয় ও মোস্তাফিজ নয় ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।

সর্বাধিক রান
নাম      ইনিংস     রান      সর্বোচ্চ    ১০০/৫০
মিজানুর রহমান (ব্রদার্স)     ১০    ৪১৮      ১০০*    ১/৩
মাহমুদুল হাসান জয় (ওল্ড ডিওএইচএস) ১০     ৩৬৭     ৮৫*    ০/২
নাঈম শেখ (আবাহনী)    ১১      ৩০৭    ৭০     ০/১
তামিম ইকবাল (প্রাইম ব্যাংক)    ১১     ৩০৬    ৫৫    ০/১
তানজিদ হাসান তামিম (শাইনপুকুর)    ১১    ২৯৫    ৭৯*    ০/১
সর্বাধিক উইকেট
নাম      ওভার     মেডেন      রান     উই.    সেরা
তানভীর ইসলাম (শাইনপুকুর)     ৩৯.০     ২     ১৮৭     ২০     ৪/২৩
কামরুল ইসলাম রাব্বী (প্রাইম দোলেশ্বর)     ৩৪.৩     ১     ২৪৬     ২০     ৪/১১
সালাউদ্দিন শাকিল (শেখ জামাল)     ৩৭.৫     ০     ৩০১     ১৭     ৫/১৬
খালেদ আহমেদ (খেলাঘর)     ৩৮ ১     ২৪৬     ১৬     ৩/২০
শরিফুল ইসলাম (প্রাইম ব্যাংক)     ৩৭ ২     ২৩৮     ১৫     ৩/২৩

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status