খেলা

আম্পায়ার ও ভেন্যু বদলের আবেদন রূপগঞ্জের

স্পোর্টস রিপোর্টার

১৯ জুন ২০২১, শনিবার, ৮:৪০ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে গত আসরের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জ। গত আসরের দ্বিতীয় সেরা দলটি এবার একদম বিপরীত মেরুতে দাঁড়িয়ে। প্রথম পর্বে সুবিধা করতে না পারা রূপগঞ্জ এখন রেলিগেশনের দোরগোরায়। প্রিমিয়ারে টিকে থাকতে হলে ওল্ড ডিওএইচএস ও পারটেক্সের সঙ্গে তাদের খেলতে হবে রেলিগেশন পর্ব। রেলিগেশন পর্বে প্রত্যেকে একবার একে অপরের মুখোমুখি হবে। পয়েন্টের হিসাবে এক দল রেলিগেশন এড়াতে পারবে। বাকি দুই দল আগামী বছর প্রিমিয়ার লীগে খেলার যোগ্যতা হারাবে। রেলিগেশনের তিন ম্যাচের ভেন্যু সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠ। তবে সেখানে রেলিগেশন পর্ব খেলতে চায় না রূপগঞ্জ। এমনকি ম্যাচ অফিশিয়াল বাদলানোরও আবেদন করেছে ক্লাবটি। এ নিয়ে আসরের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর চিঠি দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
ক্লাবের কোঅর্ডিনেটর মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রেলিগেশন পর্বের ২০/৬/২০২১ইং তারিখ লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস-এর মধ্যকার ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ বিধায় ২১/৬/২০২১ইং তারিখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোন খেলা না থাকায় তৃতীয় আম্পায়ারের সাহায্যে রিভিউ সুবিধাসহ আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ করে আয়োজনের বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status