বাংলারজমিন

মির্জাপুরে চুরির হিড়িক নেপথ্যে মাদক

মো. জোবায়ের হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) থেকে

১৯ জুন ২০২১, শনিবার, ৮:২৪ অপরাহ্ন

উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামের শিউলি আক্তার। বিয়ে হয়েছিল কিন্তু স্বামী গত হয়েছেন ৭ বছর আগে। আর বিয়ে করেননি। ছোট্ট মেয়ে লতিফা ৬-এ পা দিয়েছে। পরিশ্রমী ও আত্মবিশ্বাসী লতিফা স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতেই গার্মেন্ট ব্যবসা শুরু করেন। গত দুইবছর আগে দোকান নেন ফতেপুর ইউনিয়নের বহনতলী বাজারে। ব্যবসা ভালোই চলছিল তার। যদিও ব্যবসায়ের অধিকাংশ মূলধন নিকট আত্মীয় ও বিভিন্ন জায়গা থেকে ধার নেয়া। তার স্বপ্ন স্বাবলম্বী হয়ে পিতৃহীন লতিফাকে মানুষ করা। কিন্তু তার সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে একরাতেই। গত ৯ই জুন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। পরদিন বাজারের লোকজন বাড়িতে খবর নিয়ে যায় তার দোকানে চুরি হয়েছে। দোকানে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে শিউলির। তার দাবি দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার কাপড় চুরি হয়ে গেছে। তিনি বলেন, ঘটনার পর থানায় গেলে তাকে নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ দিতে বলা হয়। কিন্তু কারা চুরির ঘটনা ঘটিয়েছে তাতো আর জানেন না শিউলি! তাই আর অভিযোগ করা হয়নি তার। একই রাতে চুরির ঘটনা ঘটে উপজেলার ফতেপুর ইউনিয়নের কদিম ধল্যা বাজারের লুৎফর রহমানের কাপড়ের দোকানে। সেখান থেকেও প্রায় সাড়ে ৩ লাখ টাকার কাপড় চুরি হয়ে যায় বলে দাবি করেন দোকানের মালিক লুৎফর রহমান। এর আগে গত পহেলা মে উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালি বাজারে খান ইলেকট্রনিক্স নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক হাসান বলেন, পাশের ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সিসি ক্যামেরায় মধ্যরাতে ওই চুরির ঘটনা ধরা পড়ে। থানায় অভিযোগ করা হয়েছে তবে চোর ও চুরি যাওয়া পণ্যের কোনো খোঁজ মেলেনি।
এছাড়াও সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ছোটখাটো চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। উপজেলার জামুর্কী ইউনিয়নের বাসিন্দা ও বানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজিদুর রহমান বলেন, গত ৭ই জুন ড. আয়শা রাজিয়া খানম কলেজ সংলগ্ন মসজিদের সামনের মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন তার মোটরসাইকেল নেই। তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আমিনুর রহমান বলেন, গত ৩০শে মে অসুস্থ বাবাকে নিয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে যান ছোট বোনকে নিয়ে। দুপুর ২টার দিকে হাসপাতালের ভেতর থেকেই চোখের পলকে চুরি হয়ে যায় তার ছোট বোনের হাতব্যাগ। উল্লেখ্য, মির্জাপুর কুমুদিনী হাসপাতাল এলাকা থেকে মাঝে মাঝেই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
মির্জাপুর পৌরসভার বাইমহাটী এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের মালিক আশুতোষ সরকার বলেন, নির্মাণ কাজ চলাকালীন কাজের সাইডে রাতের বেলা একাধিক বার রড চুরির ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে এসব চুরির পেছনে এলাকার মাদকসেবীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। মাদকের টাকা জোগাড় করতেই মাদকসেবীরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ যেকোনো অভিযোগের বিষয়ে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করে থাকে বলে উল্লেখ করে বলেন, চুরির ঘটনা থানায় অবহিত না করলে পুলিশের পক্ষে ব্যবস্থা নেয়ার সুযোগ থাকেনা। তাই চুরিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশ প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status