বিনোদন

এফবিআই অফিসার নিশো

স্টাফ রিপোর্টার

২০২১-০৬-১৯

এফবিআই অফিসার হয়ে এবার পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নতুন এই চরিত্রটি দেখা যাবে ডার্ক থ্রিলার গল্পের নাটক ‘কুয়াশা’তে। এতে নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তানহা তাসনিয়া। এবারই প্রথম জুটি বেঁধেছেন দুই অঙ্গনের এ দুই তারকা। এটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। আফরান নিশো বলেন, থ্রিলার গল্পে কাজ করেছি আগে। ‘মরীচিকা’ও থ্রিলার কন্টেন্ট। তারপরও ‘কুয়াশা’- একটু ডিফারেন্ট; সাইকো-থ্রিলার। এখানে আমার চরিত্র এফবিআই অফিসার, যার একই অঙ্গে দুই রূপ। এর বেশি আর কিছু বলবো না, দর্শকরা দেখার পরই বুঝবে। নির্মাতা জানান আসছে ঈদে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে। এদিকে এর আগে আসছে ঈদের জন্য এই নির্মাতার আরো একটি নাটকে নিশো অভিনয় করেছেন। ‘পুনর্জন্ম’ শিরোনামের নাটকটির মধ্য দিয়ে অভিনেতা গেল ঈদের পর ক্যামেরার সামনে দাঁড়ান। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন মেহ্‌জাবীন চৌধুরী। ছোটপর্দার পাশাপাশি এই অভিনেতা চলচ্চিত্রের জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এরই মধ্যে সিনেমার কয়েকটি গল্প নিয়েও মিটিং হয়েছে এই অভিনেতার। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকে চলচ্চিত্রে নাম লেখাবেন তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status