বাংলারজমিন

গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৪৮৭ পরিবার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২০২১-০৬-১৮

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাজীপুরে দুই পর্যায়ে ৪৮৭টি  ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক কে এম তরিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান,  জেলা তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকি, আরডিসি হাফিজা জেসমিন, ভূমি উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি তানিয়া তাবাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, প্রথম পর্যায়ে এই জেলায় ২৮৫টি পরিবার ঘর পেয়েছে আর দ্বিতীয় পর্যায়ে পাবে ২০২টি ঘর। আগামী ২০ জুন সিটি কর্পোরেশনসহ জেলার পাঁচটি উপজেলায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে জমিসহ নবনির্মিত হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, এসব ঘর দিয়েই শেষ নয়, ঘরে যারা বসবাস করবে তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও ঋণ বিতরণ কার্যক্রমসহ সরকারের নানামুখী কার্যক্রম রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status