বাংলারজমিন

ওসমানীনগরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিলো দপ্তরি, তদন্ত কমিটি গঠন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১৮ জুন ২০২১, শুক্রবার, ১২:১৬ অপরাহ্ন

সিলেটের ওসমানীনগরে প্রতারণার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েক সহস্রাধিক টাকা হাতিয়ে নিয়েছে দপ্তরি। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পাঠুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতারণার ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা শিক্ষা অফিস।    
জানা যায়, সম্প্রতি পাঠুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৯ জন শিক্ষার্থীর অভিভাবকের নগদ একাউন্টে ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের উপবৃত্তির টাকা জমা হয়। টাকা জমার পরপর উক্ত বিদ্যালয়ের কর্মরত দপ্তরি আক্তার হোসেন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের মোবাইল একাউন্ট দেখে দেয়ার কথা বলে টাকাগুলো তার একান্টে ট্রান্সফার করে নেয়। বিষয়টি জানাজানির পর গত বুধবার ম্যানেজিং কমিটির সভায় অভিযুক্ত আক্তার টাকা নেয়ার কথা স্বীকার করলেও প্রধান শিক্ষক আবদুর রহমানের কথায় নিয়েছে বলে জানায়। সভায় টাকাগুলো অভিভাবকদের ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়।  এঘটনায় গত বুধবার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান। বিদ্যালয়র ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রেজন মিয়া বলেন, আক্তার প্রতারণার মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে এবং অনুষ্ঠিত বৈঠকে টাকা ফেরৎ দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, গত মঙ্গলবার আমি প্রতারণার বিষয়টি জানতে পেরে বুধবার সভা করি।  সভায় সে দোষ স্বীকার করে টাকা ফেরৎ দেয়ার প্রতিশ্রুতি দেয়। তবে সে নিজেকে বাঁচাতে আমাকেও জড়ানোর চেষ্টা করে। এঘটনায় আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছি। এ ব্যাপারে অভিযুক্ত দপ্তরী আক্তার কোন মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা শিক্ষাকর্মকর্তা শরিফ মো. নেয়ামত উল্ল্যা বলেন, এঘটনায় দু’জন সহকারি শিক্ষা কর্মকর্তাকে দিয়ে  একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status