খেলা

আর্জেন্টিনা-উরুগুয়ে দ্বৈরথ

বন্ধু মেসিকে ছাড় দেবেন না সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

১৮ জুন ২০২১, শুক্রবার, ৯:১৪ অপরাহ্ন

কোপা আমেরিকায় সাদামাটা আরম্ভ করেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে লিড নিয়েও পয়েন্ট ভাগাভাগি করে লিওনেল মেসি অ্যান্ড কোং। আলবেসিলেস্তেদের সামনে এবার কঠিন প্রতিপক্ষ। কোপা আমেরিকায় রেকর্ড ১৫ শিরোপার মালিক উরুগুয়ের বিপক্ষে লড়াই লিওনেল স্কালোনির আর্জেন্টিনার। খেলা শুরু কাল সকাল ৬টায়। কোপা আমেরিকার দ্বিতীয় সর্বাধিক শিরোপাধারী আর্জেন্টিনার সঙ্গে উরুগুয়ের লড়াইয়ে সবার চোখ থাকবে দুই বন্ধু মেসি-সুয়ারেজের ওপরও। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গাঢ় বন্ধুত্বের খবর কারোর অজানা নয়। তবে দ্বৈরথে বিন্দুমাত্র ছাড় হবে না বলে জানালেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার বলেন, ‘লিও’র  (মেসি) সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। তবে মাঠের মধ্যে কোনো প্রভাব পড়বে না। এটা একই রকম ব্যাপার যেমনটা বার্সেলোনার বিপক্ষে খেলার সময় হয়।’
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। মেসির দুর্দান্ত ফ্রি-কিকে গোলের পরও রক্ষণের ভুলে পয়েন্ট খোয়ায় আর্জেন্টিনা। তাই দ্বিতীয় ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। অপরদিকে আসরে এটিই উরুগুয়ের প্রথম ম্যাচ। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে দুই দলই জয়ের লক্ষ্যে খেলবে।
বিশ্বকাপ বাছাইয়ের টানা দুই ম্যাচ কিংবা কোপার প্রথম ম্যাচ, সবখানেই আর্জেন্টিনার দুর্বল রক্ষণের কারণেই জয় অধরা থেকে গেছে মেসিদের। সেই সুযোগটাই কাজে লাগাতে চান সুয়ারেজ। তিনি বলেন, ‘আর্জেন্টিনা অনেক কঠিন প্রতিপক্ষ, অনেক জটিলও। আমাদের চেষ্টা করতে হবে তারা যেন খুব বেশি সুযোগ তৈরি না করতে পারে। কারণ তাদের আক্রমণভাগ খুবই শক্তিশালী। পাশাপাশি তাদের দুর্বলতার সুযোগও নিতে হবে, যেটা অন্য সব দলই করে। আমরা যে সুযোগ পাবো তার সঠিক ব্যবহার করার চেষ্টা করতে হবে।’
টানা তিন ম্যাচে আগে গোর দিয়েও জয় না পাওয়ার হতাশা ভুলে কোপা আমেরিকায় পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে ইনস্টাগ্রামে ভক্ত-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এবং প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্যে লড়াই করতে চাই। লেটস গো আর্জেন্টিনা।’
ফুটবল ইতিহাসে সর্বাধিক ১৯৪বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। পাল্লা ভারি আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার ৮৯টি জয়ের বিপরীতে উরুগুয়ের জয় ৫৯। বাকি ৪৬টি ম্যাচ ড্র। শেষ পাঁচ দেখায়ও এগিয়ে আর্জেন্টিনা। দুটি আর্জেন্টিনার জয় আর দুটি ড্র।
বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে শুরুতে এগিয়েও ড্র করে আর্জেন্টিনা। সেই ব্যর্থ একাদশ নিয়েই কোপা আমেরিকা যাত্রা শুরু করেন লিওনেল স্কালোনি। ফলাফল একইরকম। উরুগুয়ের বিপক্ষে কিছু পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার একাদশে। নতুন স্কোয়াডে লুকাস মার্তিনেজের জায়গায় দেখা যেতে পারে দারুণ ছন্দে থাকা ক্রিস্টিয়ান রোমেরোকে। বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় খেলেননি এই আতালান্তা ডিফেন্ডার। নিকোলাস গঞ্জালেসের জায়গায় দেখা যেতে পারে অ্যাঙ্গেল ডি মারিয়াকে। একাদশে দেখা যেতে পারে সার্জিও আগুয়েরোকেও ।
গত ৯ই জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করে উরুগুয়ে। নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচে ছিলেন না এডিনসন কাভানি। গত নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তবে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে দলের অন্যতম সেরা তারকাকে নিয়েই দল সাজাবেন কোচ ওসকার তাবারেজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status