খেলা

যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব ইনজুরিতে তামিম

স্পোর্টস রিপোর্টার

১৮ জুন ২০২১, শুক্রবার, ৯:১৩ অপরাহ্ন

এক ম্যাচ হাতে রেখেই সুপার লীগে খেলা নিশ্চিত করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে শিরোপার দৌড়ে দুই দলই পাচ্ছে না তাদের সেরা তারকাকে। এরই মধ্যে তামিম নিজেই নিশ্চিত করেছেন তার হাঁটুর চোটের খবর। তাই চিকিৎসকদের পরামর্শে প্রাইম ব্যাংকের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র পাড়ি জমাচ্ছেন সাকিব আল হাসান। দলের অধিনায়কের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে সাকিব আল হাসানের কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছিলেন সুপার লীগে খেলবেন না। তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র যাবেন। আমরাও তার কথার মূল্যায়ন করেছি। অনেক দিনই তিনি পরিবারের বাইরে রয়েছেন। তাই তাকে আমরা ছেড়ে দিচ্ছি। মোহামেডান ক্লাব সাকিবকে ছাড়াই খেলবে সুপার লীগে।’ দেশসেরা এই অলরাউন্ডার দেশ ছাড়ার আগে কাঁধে নিয়ে যাচ্ছেন বিতর্ক ও নানা আলোচনা-সমালোচনা। ঢাকা লীগের সপ্তম রাউন্ডে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে স্টাম্পে লাথি মারেন। তাতে সিসিডিএম তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করে সেই সঙ্গে জরিমানা করা হয় ৫ লাখ টাকা। তবে নিষেধাজ্ঞা শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল দলের হয়ে লীগ পর্বের শেষ ম্যাচ খেলেছেন । শুক্রবার ভোর ৪ টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র পাড়ি জমানোর কথা ছিল তার। অন্যদিকে ডান হাঁটুতে চোট পাওয়ায় তামিমকে সুপার লীগে পাচ্ছে না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতকাল মিরপুরে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ম্যাচ খেলে হোটেলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাসায় ফিরে গেছেন দেশসেরা এই ওপেনার।  ব্যথা নিয়েই বেশ কয়েকটি ম্যাচে খেললেও জিম্বাবুয়ে সিরিজ এগিয়ে আসায় তামিমকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ডান হাঁটুর ব্যথা নিয়েই শেষ কয়েকটি ম্যাচ খেলেছি। এখন কঠিন হয়ে যাচ্ছে। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।’ তবে জিম্বাবুয়ে সফরে যেতে তিনি কয়েকদিনের মধ্যেই প্রস্তুতি নিতে মাঠে ফিরবেন। তিনি বলেন, ‘কয়েকদিন বিশ্রামে থাকতে হবে, এরপর পুনর্বাসন শুরু হবে। তখন বলা যাবে কবে ফেরা সম্ভব। তবে আশা করি জিম্বাবুয়েতে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবো।’ প্রাইম ব্যাংকের হয়ে ব্যাট হাতে খুব একটা ভালো সময় যায়নি তামিমের। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে থাকলেও সেভাবে হাসেনি তার ব্যাট। দলটির হয়ে লীগ পর্বের সবগুলো ম্যাচেই খেলেছেন তামিম। ১১ ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরিতে ২৭.৮১ গড়ে ৩০৬ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।  লীগে ব্যাট হাতে সাকিবের পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। ৮ ম্যাচে সাকুল্যে সংগ্রহ ১২০ রান। বল হাতেও  দেশসেরা এই স্পিনারকে নিজের সেরা ফর্মে দেখা যায়নি। তবে নিশ্চিত করেই বলা যায় তিনি জিম্বাবুয়ের সফরে যাচ্ছেন। বিসিবির কাছে চিঠি দিয়ে ছুটি নিয়েছেন তিনি। জানা গেছে তিনি যুক্তরাষ্ট্র থেকেই দলের সঙ্গে জিম্বাবুয়েতে যোগ দেবেন সাকিব। গুঞ্জন রয়েছে, মোহামেডানে লীগের প্রথম পর্ব পর্যন্তই খেলার কথা ছিল সাকিবের। তাই তিনি চলে যাচ্ছেন। যদিও মাসুদুজ্জামান জানিয়েছেন সেটি সত্যি নয়। তিনি বলেন, ‘না আমাদের সঙ্গে তার পুরো লীগেই খেলার কথা ছিল। যেহেতু তিনি তিন মাস ধরে পরিবার থেকে দূরে তাই মানবিক দিক বিবেচনা করে আমরা তাকে ছাড় দিয়েছি। আর সে যতটা জানি কাল বা পরশু চলে যাবে। তবে সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status