খেলা

অল্পতেই পার পেলেন সাব্বির

স্পোর্টস রিপোর্টার

১৮ জুন ২০২১, শুক্রবার, ৯:১২ অপরাহ্ন

চলতি ঢাকা প্রিমিয়ার লীগে সাব্বির রহমানের বিপক্ষে অভিযোগ শেখ জামালের সিনিয়র ক্রিকেটার ইলিয়াস সানিকে ঢিল দিয়েছেন। সেই সঙ্গে গালি দিয়েছেন। শুধু তাই নয় সানিকে কাইল্লা (কালো) বলায় তার বিপক্ষে ওঠে বর্ণবাদের অভিযোগ। তবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ১৬ই জুন বিকেএসপিতে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত করেছে। এর সঙ্গে যুক্ত থাকাদের ভার্চ্যুয়াল শুনানি করে গতকাল তারা শাস্তিও ঘোষণা করেছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।  সেখানে জানানো হয় সাব্বির ও  শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যানেজার টিপু সুলতান মাহমুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ১৬ই জুন বিকেএসপিতে মাঠের বাইরে দুজন খেলোয়াড় ও একজন ম্যাচ অফিসিয়ালের মধ্যকার ঘটে যাওয়া ঘটনাটি সিসিডিএমের কাছে রিপোর্ট করা হয়েছিল। এরপর অনলাইনে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি শুনানির আয়োজন করে। যেখানে সাব্বির রহমান, ইলিয়াস সানি ও শেখ জামালের ম্যানেজার টিপু সুলতান মাহমুদের অংশগ্রহণ ছিল। শুনানির পর দুজনকে আর্থিক জরিমানা ও একজনকে সতর্ক করে দেয়া হয়।

ঢাকা প্রিমিয়ার লীগে টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ডডিওএইসএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ম্যাচে ফিল্ডিং করছিলেন সানি। হঠাৎ মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মারেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমান। ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।  বর্ণ বৈষ্যমূলক আচরণও করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার। এই ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ বুধবারই সিসিডিএমকে লিখিত অভিযোগ করে। এরআগেও ইলিয়াস সানির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন সাব্বির। ১৩ জুন শেখ জামালের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বোলার ইলিয়াস সানিকে গালিগালাজ করেন রূপগঞ্জের এই ক্রিকেটার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status