দেশ বিদেশ

প্রাইভেটকারে উঠিয়ে সর্বস্ব লুট করে চক্রটি

স্টাফ রিপোর্টার

১৮ জুন ২০২১, শুক্রবার, ৮:৫২ অপরাহ্ন

কাউন্টারের সামনে অপেক্ষারত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে প্রাইভেটকারে উঠিয়ে সর্বস্ব লুট করে চক্রটি। যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোন সেট, নগদ অর্থ ও ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টের পিন কোড জোরপূর্বক ছিনিয়ে নেয়। দেয়া হয় প্রাণনাশের হুমকিও। সর্বস্ব লুট করার পর চোখে স্প্রে করে নামিয়ে দেয় কোনো নির্জন এলাকায়। সংঘবদ্ধ এই চক্রটিকে গ্রেপ্তারের পর গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, গত বুধবার সংঘবদ্ধ এই চক্রের পাঁচ সদস্যকে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো, মানিক মিয়া, জাকির হোসেন, আরিফ, হযরত আলী ও জাহিদ হোসেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মোবাইল ফোন, একটি ছুরি, একটি গামছা, একটি খাকি রংয়ের স্কচটেপ, লাল-কালো রংয়ের ইলেকট্রিক তার ও একটি স্ক্রু-ড্রাইভার জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, ঘটনাটি ঘটে ২০শে মে আনুমানিক রাত সাড়ে ৯টায়। ওই সময়ে কুড়ালতলী বিআরটিসি বাস কাউন্টারের সামনে ভুলতা গাউছিয়াগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। তখন একটি সাদা রংয়ের প্রাইভেটকার তার সামনে এসে দাঁড়ায়। তিনি তাদের সঙ্গে উক্ত প্রাইভেটকারে ওঠেন। প্রাইভেটকারটি গাউছিয়ার উদ্দেশ্যে রওনা করে প্রায় ২০০ মিটার যাওয়ার পর পিছনের সিটের তার দুই পাশে বসা দুইজন যাত্রী তার হাত চেপে ধরে। গামছা দিয়ে হাত বেঁধে কিল ঘুসি মারতে থাকে। গলায় ছুরি চেপে ধরে ভয় দেখায়। আসামিরা ভুক্তভোগীর কাছে থাকা মোবাইল সেট, নগদ অর্থ ও ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টের পিন কোড জোরপূর্বক ছিনিয়ে নেয়। অনুমানিক রাত পৌনে ১০টায় ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দিয়ে গাজীপুর জেলার কালিগঞ্জ থানা এলাকায় চোখে স্প্রে করে নামিয়ে দেয়।  পরবর্তী সময়ে বাদী বাসায় গিয়ে দেখতে পায়, উক্ত
ছিনতাইকারীরা তার বিকাশ নম্বরে থাকা টাকা সেন্ড মানি করে নিয়ে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফুল ইসলাম খিলক্ষেত থানায় একটি মামলা করেন। পুলিশের পাশাপাশি মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা বিমানবন্দর জোনাল টিম। এ মামলার ঘটনা তদন্তে সিসি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা টিম। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিটি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকার খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ভুলতা-গাউছিয়া ও এয়ারপোর্ট থেকে ময়মনসিংহ, শেরপুরে পৌঁছে দেয়ার কথা বলে কৌশলে গাড়িতে যাত্রী উঠায়। পরবর্তী সময়ে যাত্রীর গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে, গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে, মুখে স্কচটেপ লাগিয়ে, গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে যাত্রীর সর্বস্ব লুট করে। পরে তাদের নির্জন স্থানে ফেলে দিয়ে চলে যায় বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status