দেশ বিদেশ

সেনাসদস্যের জানাজায় মনোনীত সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার

১৮ জুন ২০২১, শুক্রবার, ৮:৩৮ অপরাহ্ন

 অপারেশন কুয়েত পুনর্গঠন (ওকেপি-৮) এ নিয়োজিত বাংলাদেশি সেনাসদস্য সার্জেন্ট মুকুল হোসেন ব্রেইন হেমারেজজনিত কারণে গত ১১ই জুন মৃত্যুবরণ করেন। গতকাল ঢাকা সেনানিবাসে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জানাজায় মনোনীত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসিসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার পর মনোনীত সেনাবাহিনী প্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাসদস্যের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়ি (কিশোরগঞ্জ, নীলফামারী) প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়। উল্লেখ্য, প্রয়াত সেনাসদস্যের মরদেহ গত ১৭ই জুন রাতে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় এসে পৌঁছায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status