বিনোদন

বিপাকে স্বরা

বিনোদন ডেস্ক

১৮ জুন ২০২১, শুক্রবার, ৭:৫১ অপরাহ্ন

উত্তর প্রদেশের গাজিয়াবাদে মুসলমান বৃদ্ধের মারধরের ভিডিও শেয়ার করে বিপাকে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এরই মধ্যে অভিযোগ দায়ের হলো অভিনেত্রীর বিরুদ্ধে। তিনি ছাড়াও আরফা খানুম শেরওয়ানি, আসিফ খান এবং টুইটার ইন্ডিয়ার প্রধান মণিশ মহেশ্বরীর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। দিল্লির তিলক মার্গ পুলিশ স্টেশনে আইনজীবী অমিত আচার্য এই অভিযোগ দায়ের করেছেন। গাজিয়াবাদে মুসলমান বৃদ্ধের মারধরের ভিডিও শেয়ার করার কারণেই মামলা হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনার তদন্তও শুরু করেছে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, ভিডিওতে দেখা যায় একজন মুসলিম বৃদ্ধ বলছেন, আবদুল সামাদ সাইফি নামে ওই বৃদ্ধকে অটোরিকশায় পৌঁছে দেয়ার নামে নির্জন এলাকায় নিয়ে যায়। তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে, দাড়ি কেটে নেয়া হয়েছে এবং গলায় ছুরি ধরে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে। আর এই ভিডিও শেয়ার করেই বিপাকে অভিনেত্রী। এর আগে একই মামলায় সাংবাদিক মহম্মদ জুবের এবং রানা আয়ুব, কংগ্রেস নেতা শমা মহম্মদ, সালমান নিজামী, মসকুর উসমানি এবং লেখিকা সাবা নাকভি’র বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। এফআইআর অনুযায়ী, ভিডিওর সত্যতা যাচাই না করে শেয়ার করায় দেশের শান্তি বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, গাজিয়াবাদ পুলিশের দাবি, ওই ভিডিওতে কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নেই। আক্রান্ত ব্যক্তি তাবিজ বিক্রি করেছিলেন তাতে ওই যুবকরা খুশি হননি। ওদের বক্তব্য ছিল তাবিজ কাজ করেনি। তাই মারধর করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status