খেলা

রিয়ালের সঙ্গে ১৬ বছরের পথচলা থামালেন রামোস

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০২১, বৃহস্পতিবার, ১১:১৫ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন সার্জিও রামোস। এক এক করে সান্তিয়াগো বার্নাব্যুতে কাটিয়েছেন ১৬টি বছর। অবশেষে থামলো সেই পথচলা। আগামী ৩০শে জুন রামোসের সঙ্গে শেষ হচ্ছে রিয়ালের চুক্তি। চুক্তি নবায়ন নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সংবাদ সম্মেলন করে রামোসকে বিদায় জানাবে রিয়াল মাদ্রিদ।

রিয়ালে আরো দুই বছর থাকতে চেয়েছিলেন রামোস। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, ১০ শতাংশ বেতন কমিয়ে রামোসকে এক বছরের চুক্তির প্রস্তাব করেছিল রিয়াল। তাতে রাজি হননি রামোস। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার এখনো নতুন গন্তব্য ঠিক করেননি।

২০০৫ সালে শৈশবের ক্লাব সেভিয়া থেকে রিয়ালে নাম লেখান রামোস। প্রতিষ্ঠিত করেন নিজের সময়ের অন্যতম সেরা সেন্টারব্যাক হিসেবে। ডিফেন্ডার হয়েও গোল করায় সমান দক্ষ তিনি। রিয়ালের জার্সিতে ৬৭১ ম্যাচে গোল করেছেন ১০১টি। লস ব্লাঙ্কোসদের হয়ে জিতেছেন ৪টি চ্যাম্পিয়নস লীগসহ ২২ শিরোপা।

২০২০-২১ মৌসুমের বেশিরভাগ সময়ই ইনজুরিতে ছিলেন রামোস। রিয়ালও কাটিয়েছে শিরোপাশূন্য মৌসুম। মাঠের বাইরে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটিয়ে রামোসের জায়গা হয়নি চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন দলে। তবে স্প্যানিশ তারকা শীর্ষ পর্যায়ে খেলতে চান আরো দুই বছর। ২০২২ বিশ্বকাপকে পাখির চোখ করেছেন রামোস। স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, রামোসের পরবর্তী গন্তব্য হতে পারে ইতালি। শৈশবের ক্লাব সেভিয়াতেও ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে রামোসের।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status