শেষের পাতা

গ্লোব, চীন ও ভারতের টিকার ট্রায়ালের নীতিগত সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

১৭ জুন ২০২১, বৃহস্পতিবার, ৯:০৪ অপরাহ্ন

দেশে শর্ত সাপেক্ষে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব, ভারত ও চীনের তিনটি টিকার ট্রায়ালের জন্য অনুমোদন দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল গবেষণা কাউন্সিল। প্রথম শর্ত হচ্ছে মানবদেহে ট্রায়ালের আগে বানরের দেহে ট্রায়াল করতে হবে। গতকাল বাংলাদেশ মেডিকেল গবেষণা পরিষদের (বিএমআরসি) এথিকস কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে টিকার ট্রায়াল নিয়ে বিস্তারিত আলোচনার পর প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন এই তথ্য জানান।
তিনি আরও জানান, দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনার টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিতে আরও কিছু বিষয় জানতে চেয়েছে বিএমআরসি। চীন ও ভারত থেকে দুটি টিকা ট্রায়ালের অনুমোদনের জন্য বিবেচনায় নেয়া হয়েছে। কোম্পানিগুলোকে আগামী রোববারের মধ্যে এই বিষয়ে চিঠি দেয়া হবে। তিনটি কোম্পানির মধ্যে একটি গ্লোব বায়োটেক, চীনের একটি এবং ভারত বায়োটেক। বাংলাদেশ মেডিকেল কাউন্সিল বলেছে, এর মধ্য আছে ভ্যাকসিনের নিরাপত্তা এবং কার্যকারিতা। এ সংক্রান্ত সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। অনুমোদন পাওয়ার পর গ্লোব বায়োটেকের তরফে বলা হয়েছে, খুব শিগগিরই শতাধিক মানুষের ওপর দেশীয় এই টিকার ট্রায়াল চালানো হবে। এর আগে গত ১৭ই জানুয়ারি এই টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে ১০ হাজার পৃষ্ঠার প্রটোকল পেপার বিএমআরসি’র কাছে জমা দেয় গ্লোব বায়োটেকের পক্ষে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। তার আগে ২৮শে ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে টিকা উৎপাদনে ঔষধ প্রশাসনের অনুমতি পায় বঙ্গভ্যাক্স।  গতবছরের ৫ই অক্টোবর গ্লোব বায়োটেক দাবি করে খরগোশ ও ইঁদুরের ওপর এ টিকার পরীক্ষামূলক ফলাফল আশাব্যঞ্জক ছিল।  প্রসঙ্গত,  দেশে এখন পর্যন্ত ৬টি কোভিড-১৯ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status