এক্সক্লুসিভ

সিলেটে একদিনে করোনায় মারা গেলেন ৭ জন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৭ জুন ২০২১, বৃহস্পতিবার, ৮:০৬ অপরাহ্ন

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একদিনেই মারা গেছেন ৭ জন। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সিলেটে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। মারা যাওয়া রোগীদের মধ্যে বেশির ভাগই সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। যাদের ৫ জন সিলেট  জেলার ও ২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৬০ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং  মৌলভীবাজারের ৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮৭৬ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৭৫৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৭৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৬৭ জন ও  মৌলভীবাজারে ২ হাজার ৬৭৬ জন। শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৩৩ জন সিলেট জেলার, ২ জন সুনামগঞ্জ জেলার, ৫ জন হবিগঞ্জ জেলার ও  ১২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ ছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬ রোগীর করোনা শনাক্ত হয়েছে। একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ৭৫ জন সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া একজন হবিগঞ্জ ও ১৬ জন  মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২২ হাজার ৩৬১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ১০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৮৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯০ জন ও  মৌলভীবাজারে ২ হাজার ৩৮৪ জন। সিলেটের চার জেলা মিলে ২১৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২০৫ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ২ জন ও  মৌলভীবাজারে ৬ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৬ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলকেই সিলেট জেলায় রাখা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status