বিশ্বজমিন

তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান

মানবজমিন ডেস্ক

১৬ জুন ২০২১, বুধবার, ৭:৪৭ অপরাহ্ন

তাইওয়ান নিয়ন্ত্রিত আকাশসীমায় একযোগে ২৮টি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক চীনা যুদ্ধবিমানের তাইওয়ানের আকাশসীমায় প্রবেশের ঘটনা। এরইমধ্যে এই ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে তাইওয়ান সরকার। এ খবর দিয়েছে ওয়াশিংটনভিত্তিক গণমাধ্যম এনপিআর।
খবরে বলা হয়েছে, তাইওয়ানের ওপর চাপ বৃদ্ধির জন্য প্রায়ই দেশটির আকাশসীমায় যুদ্ধবিমান পাঠায় চীন। ২ কোটি ৪০ লাখ মানুষের এই গণতান্ত্রিক রাষ্ট্রটিকে চীন নিজের অংশ বলে দাবি করে থাকে। সাম্প্রতিক এই ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, চীনের বিমানগুলোকে সতর্ক বার্তা দেয়া হয়েছিল। একইসঙ্গে চালু করা হয়েছিল ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও। যদিও একে নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবেই চিহ্নিত করেছে চীন। সোমবার চীনকে এ অঞ্চলের জন্য সবথেকে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেন ন্যাটো নেতারা। এরপরদিনই তাইওয়ানের আকাশে বিমান পাঠানোর এই ঘটনা ঘটলো।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status