অনলাইন

৬ জেলায় করোনা বেড়েছে, ১৯শে জুন থেকে আবার ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু: স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার

১৬ জুন ২০২১, বুধবার, ৪:৩১ অপরাহ্ন

আগামী ১৯শে জুন থেকে আবার করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
আজ বুধবার স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। ওই দিন থেকে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেয়া শুরু হবে।

ডা. নাজমুল বলেন, ১৯শে জুন থেকে আবারো টিকা কার্যক্রম শুরু হবে। ঢাকার যেসব মেডিকেল ইনস্টিটিউট-কলেজ আছে সেখানে আমরা আবার প্রথম ডোজের টিকা নতুন করে দেয়া শুরু করবো। সিনফার্ম এবং ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম চলবে। ভ্যাকসিনের সরবরাহ অব্যাহত থাকলে কার্যক্রম চলতে থাকবে।

মঙ্গলবার  পর্যন্ত ৩৭টি জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে পৌঁছে গেছে বলেও জানান ডা. নাজমুল ইসলাম।

দেশের ছয়টি জেলায় করোনা সংক্রমণ বেড়েছে বলেও জানান তিনি। জেলাগুলো হলো খুলনা, নাটোর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ ও দিনাজপুর। বিভাগ অনুযায়ী হিসেবে রাজশাহী ও খুলনা বিভাগে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশের চার জেলায় করোনা সংক্রমণ কমেছে। সেগুলো হলো সাতক্ষীরা, নড়াইল, যশোর ও রাজশাহী। জানুয়ারির পর থেকে এপ্রিলে দেশে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বলেও জানানো হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি করোন রোগী শনাক্ত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status