বিশ্বজমিন

যৌন নিপীড়ক হার্ভে উইনস্টেইনকে ক্যালিফোর্নিয়া পাঠানোর রায়

মানবজমিন ডেস্ক

১৬ জুন ২০২১, বুধবার, ১০:৩৮ পূর্বাহ্ন

হলিউডের একাধিক নায়িকাসহ বিভিন্ন নারীকে ধর্ষণ বা যৌন হয়রানির অভিযোগে নিন্দিত এক সময়ের মিডিয়া মুঘল হিসেবে পরিচিত প্রযোজক হার্ভে উইস্টেইন। একের পর এক আইনি লড়াই তার সামনে। বর্তমানে তাকে নিউ ইয়র্কের ওয়েন্ডে কারেকশনাল ফ্যাসিলিটিতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কমপক্ষে ৫ জন নারীকে যৌন হয়রানির অভিযোগ আছে ক্যালিফোর্নিয়ায়। তাকে যাতে ওইসব মামলায় ক্যালিফোর্নিয়া পাঠানো না হয়, সেই আবেদন করেছিলেন আইনজীবীরা। কিন্তু ইরি কাউন্টি কোর্টের বিচারক কেনেথ কেস মঙ্গলবার তাদের সেই আবেদনকে প্রত্যাখ্যান করেছেন। রায় দিয়েছেন তাকে ক্যালিফোর্নিয়া পাঠিয়ে দেয়ার জন্য। আরো বলেছেন, লস অ্যানজেলেস কাউন্টি কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে তাদের হেফাজতে নিয়ে নিতে পারে। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। এতে আরও বলা হয়, জুনের শেষের দিকে তাকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে নিতে পারবে লস অ্যানজেলেস কর্তৃপক্ষ। মঙ্গলবার ওয়েন্ডে কারেকশন ফ্যাসিলিটি থেকে শুনানিতে অংশ নেন হার্ভে উইনস্টেইন। এতে অংশ নেন তার একজন আইনজীবী এবং প্রসিকিউটররা। শুনানি শেষে ভিডিওতে উইনস্টেইনকে একা দেখা যায়। এ সময় তিনি জানতে চান- শেষ হয়েছে? এরপরই তিনি প্রহরীদের অনুরোধ করেন সম্প্রচার বন্ধ করতে।
তার আইনজীবীরা বার বার শারীরিক অবস্থার অবনতি নিয়ে ক্যালিফোর্নিয়া পাঠানোর বিরুদ্ধে কথা বলছিলেন। তার আইনজীবী নরম্যান এফম্যান প্রসিকিউটরদের অনুরোধ করেন, উইনস্টেইনের দুটি অপারেশন হওয়ার সিডিউল আছে নিউ ইয়র্কে। ফলে তাকে সেখানে ফেরত পাঠানো হলে তিনি এই চিকিৎসা নিতে পারবেন না। এরই মধ্যে তিনি অন্ধ হতে চলেছেন। তবে তারা মক্কেলের শারীরিক অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে চাননি। শুধু বলেছেন, তিনি একজন চোখের ডাক্তার দেখাতে চান। তিনি বিচারের হাত থেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন না। কিন্তু এটর্নি কোলিন গ্যাবল বলেন, ক্যালিফোর্নিয়া গিয়েও ডাক্তার দেখাতে পারবেন উইনস্টেইন।
উল্লেখ্য, ২০১৩ সালে একটি হোটেলকক্ষে একজন অভিনেত্রীকে ধর্ষণ ও ২০০৬ সালে নিজের এপার্টমেন্টে ওরাল সেক্সে বাধ্য করেন প্রযোজনা বিষয়ক এক সহকারীকে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে হার্ভে উইনস্টেইন ২৩ বছরের জেল খাটছেন। এখনও ২০০৪ সাল থেকে ২০১৩ সালের মধ্যে লস অ্যানজেলেস এবং বেভারলি হিলসে কমপক্ষে ৫ জন নারীকে যৌন হয়রানির অভিযোগে তিনি অভিযুক্ত হতে পারেন। উল্লেখ্য, হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন অভিনেত্রী লিসেতে অ্যান্থনি, এশিয়া আর্জেন্তো, ওয়েদিল ডেভিড, পাজ দে লা হুয়ার্তা, লুসিয়া ইভানস, হোপ এক্সিনার ডি’আমোর, মিরিয়াম মিমি হ্যালি, ডমিনিক হুয়েত, নাতাসিয়া মালথি, জেসিকা মান, রোজ ম্যাকগোয়ান, আনাবেলা সিওরা, মেলিসা থম্পসন, ওয়েন্ডে ওয়ালশ, নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী, নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিনেত্রী, নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন নারী, কানাডার নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিনেত্রী প্রমুখ। এ ছাড়া ১০৭ জন অভিনেত্রী, কর্মচারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status