কলকাতা কথকতা

কলকাতা কথকতা

বাংলা টেলিভিশন সিরিয়াল বিপন্ন, মিঠাই-অপরাজিতা অপু, খড়কুটো সহ কুড়িটি ধারাবাহিকে কাজ করায় নিষেধাজ্ঞা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৬ জুন ২০২১, বুধবার, ১০:৩৪ পূর্বাহ্ন

লকডাউন বিধি শিথিল করে বাংলা টেলিভিশন সিরিয়ালে পঞ্চাশ জনের ইউনিট নিয়ে বুধবার থেকে কাজ শুরুর সংকেত দিয়েছে রাজ্য সরকার। কিন্তু, সিনে টেকনিশিয়ান্স ফেডারেশন ফতোয়া দিয়েছে মোট কুড়িটি সিরিয়ালে কাজ করবেন না টেকনিশিয়ানরা। কারণ, লকডাউনের সময় এই সিরিয়ালগুলির অভিনেতা অভিনেত্রীরা বাড়িতে বসে নিজেরা শুট করে ধারাবাহিকের কাজ চালিয়ে গেছেন। এর ফলে রুটি রুজি বিপন্ন হয়েছে টেকনিশিয়ানদের। ফলে, এখন শুটিং পুরোনো ছন্দে ফিরলেও ফেডারেশন তার সদস্য টেকনিশিয়ানদের কাজ করতে দেবে না এই সব সিরিয়ালে। মেকআপ আর্টিস্ট আসোসিয়েশনকেও জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিয়ালগুলিতে কোনও আর্টিস্টকে যেন মেকআপ না দেয়া হয়। ফেডারেশন জানিয়েছে প্রোডিউসার্স গিল্ড এর সঙ্গে নতুন চুক্তি হওয়ার আগে এই সিরিয়ালগুলিতে কোনও টেকনিশিয়ান কাজ করবে না। ফলে, বুধবার স্টুডিওর ঝাঁপ খুললেও শুটিং কতটা হবে তাই নিয়ে দ্বন্দ্ব আছে। যে কুড়িটি সিরিয়ালে কাজ করবে না বলে ফেডারেশন জানিয়েছে সেগুলি হলো- তিতলি, অপরাজিতা অপু, বরণ, মিঠাই, যমুনা ঢাকি, গঙ্গারাম, জীবনসাথী, খড়কুটো, সাঁঝের বাতি, কি করে বলবো তোমায়, ধ্রুবতারা, শ্রীময়ী, মোহর, দেশের মাটি, রিমলি, ফেলনা, খেলাঘর, গ্রামের রানি বীণাপানি, কৃষ্ণকলি, ওগো নিরুপমা। এই সিরিয়ালগুলি টিআরপির বিচারে অনেক এগিয়ে। এগুলি বন্ধ থাকলে বিপন্ন হবে টিভি সিরিয়ালের দুনিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status