বিনোদন

আলাপন

আমরা পরীমনির সাথে আছি -অঞ্জনা

মাজহারুল তামিম

১৬ জুন ২০২১, বুধবার, ৯:১৯ পূর্বাহ্ন

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা সুলতানা। দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে তিনি। বর্তমানে ব্যস্ত রয়েছেন রাজনীতি ও ব্যক্তিগত জীবন নিয়ে। তবে তিনি সবসময়ই চলচ্চিত্রের খোঁজ খবর রাখেন এবং মাঝেমধ্যে চলচ্চিত্রের আঁতুরঘর এফডিসিতেও তার দেখা মেলে। এদিকে সম্প্রতি নায়িকা পরীমনিকে ধর্ষণ-হত্যা চেষ্টার ঘটনা সম্পর্কে ভালোভাবেই অবগত এই অভিনেত্রীও। এ ঘটনায় আপনার প্রতিক্রিয়া কী? অঞ্জনা বলেন, পরী একজন মেয়ে মানুষ। তার ওপর এরকমভাবে টর্চার করা ঠিক হয়নি। এটা আমি মেনে নিতে পারছি না। একজন নারীকে যদি ৪/৫ জন টর্চার করে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যেভাবেই হোক যেরকম ভাবেই হোক। আশা করি এর সঠিক তদন্ত হবে এবং দোষীদের বিচার হবে। আমরা পরীর সাথে আছি। যেহেতু তিনি আমাদের শিল্পী। তবে আমাদের সবারই একটু সাবধান হওয়া উচিত। বুঝেশুনে এমন জায়গায় যাওয়া উচিত না। পরী হয়তো না বুঝে বোট ক্লাবে চলে গিয়েছে। তাকে সামনেও সতর্ক থকবে হবে। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি একটা সিনেমা করতে চেয়েছিলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। সেটার খবর কী? অঞ্জনা বলেন, এখন তো করানোকাল চলছে। তাই সব কাজই বন্ধ। সামনের বছর সিনেমাটির কাজ শুরু করবো ইনশাআল্লাহ। একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। আপনি নাচের সঙ্গেও জড়িত। সেই ব্যস্ততা কেমন? উত্তরে অঞ্জনা বলেন, নাচের কোনো অনুষ্ঠান হচ্ছে না। এমনিতে তো নাচের অনেক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি। তবে এখন মিস করছি। আশা করি সব স্বাভাবিক হয়ে যাবে। তারপর নাচের অনুষ্ঠানও করবো। অঞ্জনা তার অভিনয় জীবন শুরু করেছিলেন ১৯৭৬ সালে। বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে তিনি কাজ শুরু করলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিটি ছিলো ‘দস্যু বনহুর’। শামসুদ্দিন টগর পরিচালিত এ ছবিটি ১৯৭৬ সালের ১২ই সেপ্টেম্বর মুক্তি পায়। এই সিনেমায় অঞ্জনার নায়ক ছিলেন সোহেল রানা। এরপর তিন শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status