বাংলারজমিন

কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন

নৌকা ও লাঙ্গলের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৬ জুন ২০২১, বুধবার, ৯:৩২ অপরাহ্ন

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল। শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়াও জাতীয়পার্টির জসিম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। নৌকার প্রার্থী এডভোকেট আবুল হাসেম খানের মনোনয়নপত্র দাখিলের সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হক রুমি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম হকসহ মনোনয়ন প্রত্যাশী বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র দাখিলের পর নৌকার প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান সাংবাদিকদের বলেন, উপ-নির্বাচনে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ন করায় বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর পক্ষ থেকে আমি নেত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি নির্বাচিত হলে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নে কাজ করে যাবো এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত এডভোকেট আব্দুল মতিন খসরু এমপির সকল অসমাপ্ত কাজ শেষ করবো- ইনশাল্লাহ। বিকালে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, এ উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে নৌকার প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান ও জাতীয়পার্টির (এরশাদ) জসিম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।  উল্লেখ্য করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর এ আসনের উপ-নির্বাচনে নৌকা পেতে দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৩৫ জন নেতাকর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল হাসেম খানকে নৌকার প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেয়া হয়। তাই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে কেউ কেউ বিদ্রোহী হিসেবে প্রার্থী হতে পারেন এমন গুঞ্জন থাকলেও শেষ দিনে দলের প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status