বাংলারজমিন

সড়কে দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের লাল নিশান

লালমোহন (ভোলা) প্রতিনিধি

১৬ জুন ২০২১, বুধবার, ৯:০৭ অপরাহ্ন

ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলা পরিষদ সংলগ্ন অংশে খানাখন্দকে সতর্কতামূলক লাল নিশান উড়িয়েছে এলাকাবাসী। সড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মানবিক কারণে এ লাল নিশান উড়ানো হয়েছে বলে জানিয়েছেন তারা। স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিন মিয়া বলেন, প্রতিদিন এ সড়কে দুর্ঘটনার শিকার হন যানবাহনের চালক ও যাত্রীরা। গত কয়েক দিনে এ সড়কে চোখের সামনে অন্তত ৫০টি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। গুরুত্বপূর্ণ সড়কের এমন চিত্র বদলাতে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ জরুরি। স্থানীয় বাসিন্দা আবুল বাসার সেলিম ও রিয়াজ জানান, ভোলা সওজের প্রকৌশল বিভাগের দায়িত্বহীনতার কারণে এ অবস্থা। সওজ বিভাগ রাস্তায় জমানো পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে পানির মধ্যেই জোড়াতালির কাজ করছে। ভোলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, এই সড়কটি প্রশস্তকরণের জন্য নতুন করে কাজ চলছে। এখন চাইলেও সংস্কার করা সম্ভব নয়। কাজের গতি ভালো থাকলে এইমনিতে ঠিক হয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status