খেলা

রেকর্ড গড়ার ম্যাচে মোরাতার ভুলে স্পেনের হতাশা

স্পোর্টস ডেস্ক

১৬ জুন ২০২১, বুধবার, ৯:০৬ অপরাহ্ন

ঘরের মাঠে দাপুটে ফুটবলে স্পেন খেললো রেকর্ড গড়া ম্যাচ। তবে আলভারো মোরাতার অমার্জনীয় ভুলে জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করা হয়নি স্পেনের। ‘ই’ গ্রুপের ম্যাচে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল। পুরো ম্যাচে ৯৫৪ পাস খেলেছে স্পেন। যা চলমান আসরে এখনও পর্যন্ত সর্বোচ্চ। বিপরীতে সুইডেন খেলেছে মাত্র ১৭৪ পাস।
৮০ শতাংশ বল দখলে রেখে সুইডিশদের গোলমুখে ১৭ শট নিয়ে গোল পায়নি স্পেন। এত শট নিয়েও গোলের মুখ না দেখার হতাশায় শেষবার স্পেন পুড়েছিল ২০১০ বিশ্বকাপে। গ্রুপ পর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ২৫ শট নিয়েও গোল পেয়েছিল না স্পেন। সে ম্যাচে ১-০ গোলে হেরেও বিশ্বকাপ জেতে স্পেন।
সুইডেনের বিপক্ষে স্বাগতিক দর্শকদের আলভারো মোরাতা হতাশ করেছেন দুইবার। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি একবার। দ্বিতীয় সুযোগে বল মেরেছেন পোস্টের বাইরে। আক্রমণভাগে স্পেন দলের সবচেয়ে অভিজ্ঞ মোরাতা। জুভেন্টাস তারকাকে ঘিরে ইউরো শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে ২০০৮ ও ২০১২’র চ্যাম্পিয়নরা। গোলের সহজ সুযোগ মিস করেও মোরাতাকে আগলে রাখছেন স্পেন কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘আসলে সবাই গোলের সুযোগ মিস করেছে। যদিও ছেলেরা সর্বোচ্চটা দিয়েই লড়েছে। মোরাতা? আমার মনে হয় সে তার সেরা ম্যাচই খেলেছে। আমরা অনেক এগিয়ে থাকা দল। প্রতিপক্ষ আটকাতে চেয়েছে। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। জয় পাওয়ার জন্য যথেষ্ট সুযোগ আমরা তৈরি করেছিলাম। সুযোগ গুলো কাজে লাগাতে না পারায় এত প্রশ্ন উঠছে।’
পুরো ম্যাচে নেতিবাচক ফুটবলে রক্ষণ সামলেছে সুইডেন। প্রতিপক্ষের এমন কৌশল নিয়ে প্রশ্ন করা হলে এনরিকে বলেন, ‘এটা তো তাদের কোচের সিদ্ধান্ত। এভাবে খেলা নিশ্চয় ভুল নয়। এসব নিয়ে কথা বলতে চাই না। এসব নিয়ে প্রশ্ন করতে হলে মিস্টার অ্যান্ডারসনকে (সুইডেন কোচ) করুন।’
নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে পোল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। এর আগের দিন সেন্ট পিটার্সবার্গে স্লোভাকিয়ার বিপক্ষে খেলবে সুইডেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status