বাংলারজমিন

বিয়ানীবাজারে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

১৬ জুন ২০২১, বুধবার, ৯:০৬ অপরাহ্ন

বিয়ানীবাজারে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলাবাসী। ভ্যাপসা গরম আর বিদ্যুতের এমন ভেল্কিবাজিতে ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন এখানকার গ্রাহকরা। প্রতিদিন অন্তত পক্ষে ১৫-২০ বার বিদ্যুতের আসা-যাওয়া ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলাবাসী। এ থেকে পরিত্রাণের জন্য গতকাল দুপুরে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, বিদ্যুতের দৈনন্দিন আসা-যাওয়া, বিভ্রাটের মধ্যেও চলতি জুন মাসে ৩ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এ অবস্থা আরও কয়েকদিন চলবে বলে সংশ্লিষ্টরা জানান। পূর্ব ঘোষণা দিয়ে গতকাল প্রায় সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এর আগে গত সোমবার বিকাল ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ব্যাপারে বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ জানান, ইচ্ছা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয় না। আমরা সর্বত্র স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে চাইলেও নানা দুর্যোগ এক্ষেত্রে বিঘ্ন ঘটায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status