বাংলারজমিন

দিনাজপুরে সপ্তাহব্যাপী লকডাউন শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে

১৬ জুন ২০২১, বুধবার, ৯:০২ অপরাহ্ন

করোনা সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর সদরে গতকাল থেকে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে, পুলিশ, র‌্যাবসহ স্বেচ্ছাসেবক বাহিনী। গত ১৩ই জুন রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক শেষে জারিকৃত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এ লকডাউন ঘোষণা করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ই জুন থেকে আগামী ৭ দিনের জন্য জরুরি পরিষেবা ব্যতীত শহরে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শুধু কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে। ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুরে চলতি মাসের ১৩ দিনে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে, ১৪৪ জনের। মোট আক্রান্ত হয়েছে ৬৩৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৮০ জন। বর্তমানে শনাক্তের হার ৩২.৫ শতাংশ। আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪৩ জন। এর মধ্যে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে ৮৭ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৫১৩ জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ৬ই জানুয়ারি পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১শ’। এরপর প্রায় দেড় মাস ধরে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। ২০শে মার্চ জেলায় একজনের মৃত্যু হয়। চলতি জুনের প্রথম থেকে জেলায় আশঙ্কাজনকভাবে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। ২রা জুন জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন, ৪ঠা জুন ২ জন, ৫ই জুন ৩ জন, ৬ই জুন ২ জন, ৭ই জুন ১ জন, ১১ই জুন ১ জন এবং ১২ ও ১৩ই জুন মারা যান ৫ জন। গত ২৪ ঘন্টায় ১ জনসহ মোট ১৪৪ জন মারা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status