বাংলারজমিন

আলীকদমে ডায়রিয়া রোগে আক্রান্তদের চিকিৎসায় সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি

১৬ জুন ২০২১, বুধবার, ৯:০১ অপরাহ্ন

বান্দরবানের আলীকদম উপজেলার ৫ নং কুরতকপাতা ইউনিয়নের মাংরতম পাড়া, ম্যানলিউপাড়া এবং সমথং পাড়ায় গত কয়েকদিন ধরে ব্যাপক আকারে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমানে উত্তু পাড়াসমূহে মুরং জনগোষ্ঠীর প্রায় ১৩৬ জন নারী-পুরুষ ও শিশু যা সর্বমোট জনসাধারণের প্রায় শতকরা ষাট ভাগ কলেরায় আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় জীবনযাপন করছেন। উল্লেখ্য, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন নারী ও পুরুষ ইতিমধ্যে মারা গেছেন। ডায়রিয়ায় প্রাদুর্ভাবের শুরু থেকেই আলীকদম সেনা জোনের টহল দলের মাধ্যমে এসব পাড়ায় প্রতিনিয়ত বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। ওই এলাকার পরিস্থিতির অবনতি হওয়াতে জনসাধারণের সুচিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের নির্দেশনায় ১৪ই জুন ২৩তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের উদ্যোগে একটি সামরিক মেডিকেল টিম এবং সহানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের একটি বেসামরিক বিশেষজ্ঞ দলকে দুর্গম এলাকায় সামরিক হেলিকপ্টারযোগে প্রেরণ করা হয়। এ সময় জরুরি স্বাস্থ্য মোকাবিলায় বিপুল সংখ্যক জীবনরক্ষাকারী ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়রিয়ায় স্যালাইন, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি হেলিকপ্টার যোগে দুর্গত এলাকায় প্রেরণ করা হয়েছে। প্রেরিত মেডিকেল টিম বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গতদের সহায়তায় ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবে। পরিস্থিতি বিবেচনা করে দুর্গতদের সহায়তায় প্রয়োজন অনুযায়ী সকল ধরনের সহায়তার জন্য ২৪ পদাতিক ডিভিশনের সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড সর্বদা প্রস্তুত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status