বাংলারজমিন

সংবাদ সম্মেলন সিলেটে আটকে আছে ৬ মাসের ভাতা, অর্থকষ্টে ডিপিএড প্রশিক্ষণার্থীরা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ জুন ২০২১, বুধবার, ৯:০০ অপরাহ্ন

করোনা মহামারির কারণে স্বশরীরে উপস্থিত না হয়ে অনলাইনে ক্লাস করতে গিয়ে অতিরিক্ত অর্থব্যয় করে বিপাকে পড়েছেন ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ২০২০-২১ শিক্ষাবর্ষের সিলেট পিটিআইয়ের প্রশিক্ষণার্থীরা। এর মধ্যে ৬ মাসের ভাতা পরিশোধ না করায় আর্থিক সংকটে পড়েছেন ডিপিএড প্রশিক্ষণরত প্রাথমিকের হাজারো শিক্ষক। পরিবার-পরিজন নিয়ে আসন্ন ঈদুল আযহা ভালোভাবে উদযাপন করতে ভাতা সংক্রান্ত সৃষ্ট সমস্যা নিরসনকল্পে সংশ্লিষ্টদের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট পিটিআইতে প্রশিক্ষণরত ডিপিএড প্রশিক্ষণার্থীরা। গতকাল দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ২০২০-২১ শিক্ষাবর্ষের সিলেট পিটিআইয়ের সকল প্রশিক্ষণার্থীদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সিলেট পিটিআইয়ের ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী ৬৭টি পিটিআই বাংলাদেশের সভাপতি আব্দুল মালিক মামুন জানান, ‘২০২০ সালের ১লা জানুয়ারি থেকে ১৬ই মার্চ পর্যন্ত সিলেট পিটিআইতে স্বশরীরে উপস্থিত থেকে আমরা ডিপিএড ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীরা ক্লাসে অংশগ্রহণ করি। কিন্তু ১৭ই মার্চ থেকে করোনা মহামারির কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ২০২০ সালের ২১শে এপ্রিল থেকে অনলাইন প্ল্যাটফর্মে ‘ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন নেপ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন যার স্মারকের নির্দেশনা মোতাবেক আমরা অনলাইনে ক্লাস করার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিঙ ডিভাইস ক্রয় করি এবং নিরবিচ্ছিন্ন অনলাইন ভিডিও ক্লাস করার জন্য অধিক খরচে বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করি। আবার বিদ্যুৎ চলে গেলে ক্লাস চালু রাখার জন্য উচ্চমূল্যের মাসিক মোবাইল ডাটা প্যাকেজও ক্রয় করি। সব মিলিয়ে আমাদের অনলাইন ক্লাস করা বাবদ আয়ের অধিক ব্যয় করতে হয়েছে। এই ব্যয়ের বেশির ভাগই লোন করে করতে হয়েছে। যা আমাদের মাসিক বা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করতে হচ্ছে। উক্ত লোন পরিশোধ করতে ও সংসার চালাতে প্রতিনিয়ত আমাদের হিমশিম খেতে হচ্ছে। অনলাইন ভিডিও ক্লাস করতে এত অধিক পরিমাণ খরচ হবে তা আমাদের ধারণার বাইরে ছিল।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের সিলেট পিটিআইয়ের প্রশিক্ষণরত রাসেল আহমদ, আবুল আজাদ, মোহাম্মদ জাহেদ ইকবাল, লিজা বেগম, বিনয় পণ্ডিত, নাহিদা সরকার, জয়ন্ত তালুকদার, তৃপ্তি বিশ্বাস পম্পী, সৌরভ রায়, নাঈমা সরকার মিতু ও ফৌজিয়া বেগম চৌধুরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status