খেলা

যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

১৫ জুন ২০২১, মঙ্গলবার, ৮:৫২ অপরাহ্ন

বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ। তবে এককভাবে নয়, যৌথভাবে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার ইচ্ছা বিসিবির। মঙ্গলবার বিসিবি’র নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানান এই তথ্য।
আইসিসির আগামী উইন্ডোতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্বাগতিক হওয়ার ইচ্ছা বাংলাদেশের। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন নিয়ে দু’একদিনের মধ্যে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনার কথাও বলেন বিসিবি বস।
আইসিসির ঘোষিত উইন্ডোতে ২০২৫ ও ২০২৯ সালে রয়েছে দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি। এককভাবে এই দুই টুর্নামেন্টের যেকোনো একটি আয়োজন করার জন্য বিড করবে বিসিবি। এছাড়া ২০২৭ ও ২০৩১ সালের রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ। এর যেকোনো একটিতে যৌথভাবে স্বাগতিক হতে চায় বাংলাদেশ।
এর আগে ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বিসিবি। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status