বাংলারজমিন

সিলেট-৩ আসনে উপনির্বাচন

হাবিব-আতিক-শফিসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ জুন ২০২১, বুধবার, ৮:৩৩ অপরাহ্ন

সিলেট-৩ সংসদ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫ প্রার্থী। গতকাল সিলেটের আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা। সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের জানিয়েছেন, ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন নির্ধারিত সময়ে প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই করা হবে। দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে আসেন। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি জানান আওয়ামী লীগে অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু নৌকা প্রার্থী চূড়ান্ত হওয়ার পর এখন সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। তার সঙ্গে সিলেটসহ তিন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন,  সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়াসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ। পরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিনি বলেন এরশাদের মার্কা লাঙ্গল প্রতীকের পক্ষে তার নির্বাচনী এলাকার লোকজন ঐক্যবদ্ধ রয়েছেন। তবে দক্ষিণ সুরমা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব তাজউদ্দিন এপলু জানিয়েছেন, মনোয়নপত্র দাখিলের ব্যাপারে তাদের অবগত করা হয়নি। এ কারণে তারা মনোনয়নপত্র দাখিলে প্রার্থীর পক্ষে নির্বাচন অফিসে যাননি। তবে দলীয় প্রতীক লাঙ্গলের পক্ষে তারা মাঠে করবেন বলে জানান। বিকালে মনোনয়নপত্র দাখিল করেন সিলেট-৩ আসনে বিএনপি’র দলীয় সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা শফি আহমদ চৌধুরী। তিনি প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status