বাংলারজমিন
শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছেন আব্দুল বাছিত বাচ্চু
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
২০২১-০৬-১৬
ছোট বেলায় বাড়ি বাড়ি গিয়ে নিজ থেকে দুর্বল শিক্ষার্থীদের পড়া দেখিয়ে দিতেন। বিনা বেতনে প্রাইভেট পড়িয়েছেন অনেক ছাত্র-ছাত্রীদের। গড়ে তুলেছেন অনেক প্রতিষ্ঠান। এখন চেয়ারম্যান হয়ে হাজীপুর ইউনিয়নের শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছেন। তিনি হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু। বাচ্চু দীর্ঘদিন দৈনিক মানবজমিন, সমকালসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি প্রেস ক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেন। জানা যায়, মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত উৎসাহ প্রদান ও পৃষ্ঠপোষকতা, নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ শিক্ষার বিভিন্ন সেক্টরে কাজ করে চলেছেন এই শিক্ষানুরাগী। সত্তরের দশকে জন্ম হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবা আব্দুল লতিফ ছিলেন ইংরেজি মাধ্যমে পড়া জ্ঞানী ব্যক্তি। বৃটিশ শাসনামলে হাজীপুর ইউনিয়নের যে কয়টি পরিবারের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তার মধ্যে তাদের পরিবার একটি। উনার চাচা আশরাফ আলী ১৯২৮ সালে আসাম প্রদেশের মধ্যে বিএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন। পরে বিটি ও আইসিএস (এডুকেশন) করে সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এমন পরিবারের সদস্য আব্দুল বাছিত বাচ্চু সিলেট এমসি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চ শিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা শুরু করেন। প্রায় ২ যুগ সুনামের সঙ্গে কুলাউড়া, মৌলভীবাজার ও সিলেটে সাংবাদিকতা করেন।
২০০৪ সালে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন সাধনপুর জুনিয়র হাইস্কুল। পরবর্তীতে গ্রাম্য নোংরা রাজনীতির শিকার হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ২০১৫ সালে উনার মামাতো ভাই বর্তমান সিনিয়র সহকারী সচিব খালেদুর রহমান নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন সাধনপুর উচ্চ বিদ্যালয়। শুরু থেকে এটির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু। শুধু এটি নয় হাজীপুর ইউনিয়নের হাসিমপুর মহিলা মাদ্রাসা, বিলেরপার নুরুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠায় তার রয়েছে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা। এ ছাড়া হাজীপুর ইউনিয়নের নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পীরেরবাজার, দাউদপুর, রজনপুর, ভুইগাঁও মাদ্রাসা ও কানিহাটি মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে উনার রয়েছে অনেক অবদান। আব্দুল বাছিত বাচ্চু এ বিষয়ে বলেন, শুধু কয়েকটি রাস্তা ইটসলিং করার নাম উন্নয়ন নয়। একমাত্র দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারলে সেটাই প্রকৃত মডেল এলাকা হিসেবে পরিচিতি পায়। আর এজন্য সবার আগে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আমি সেই লক্ষ্য নিয়ে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
২০০৪ সালে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন সাধনপুর জুনিয়র হাইস্কুল। পরবর্তীতে গ্রাম্য নোংরা রাজনীতির শিকার হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ২০১৫ সালে উনার মামাতো ভাই বর্তমান সিনিয়র সহকারী সচিব খালেদুর রহমান নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন সাধনপুর উচ্চ বিদ্যালয়। শুরু থেকে এটির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু। শুধু এটি নয় হাজীপুর ইউনিয়নের হাসিমপুর মহিলা মাদ্রাসা, বিলেরপার নুরুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠায় তার রয়েছে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা। এ ছাড়া হাজীপুর ইউনিয়নের নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পীরেরবাজার, দাউদপুর, রজনপুর, ভুইগাঁও মাদ্রাসা ও কানিহাটি মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে উনার রয়েছে অনেক অবদান। আব্দুল বাছিত বাচ্চু এ বিষয়ে বলেন, শুধু কয়েকটি রাস্তা ইটসলিং করার নাম উন্নয়ন নয়। একমাত্র দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারলে সেটাই প্রকৃত মডেল এলাকা হিসেবে পরিচিতি পায়। আর এজন্য সবার আগে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আমি সেই লক্ষ্য নিয়ে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।