বাংলারজমিন

সড়ক নয়, যেন মরণ ফাঁদ

এবিএম আতিকুর রহমান, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে

১৬ জুন ২০২১, বুধবার, ৮:১৫ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সবজির রাজধানী হিসেবে পরিচিত ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাত্র ৬৬৮ মিটার সাগরদিঘী বাজারের চৌরাস্তায় সিসি ঢালাইয়ের কাজ সময়মতো শেষ না হওয়ায় চারটি পৃথক সড়কে খানা-খন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিকল হচ্ছে যানবাহন। ভোগান্তি পোহাতে হচ্ছে চারটি উপজেলার লক্ষাধিক মানুষের। বিঘ্ন ঘটছে যান যোগাযোগ ও পণ্য পরিবহনে। ফলে পাহাড়ি এলাকার মৌসুমি ফল ও সবজি কৃৃষকের বাগানেই পচে বিনষ্ট হচ্ছে।
সরজমিন সাগরদিঘী বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা ও কাকরাইদ-সাগরদিঘী-সখিপুর-গোড়াই আঞ্চলিক সড়ক দু’টির সংযোগস্থল হলো সাগরদিঘী বাজার। একটি সড়ক ভরাডোবায় গিয়ে গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে যুক্ত হয়েছে। অপর সড়কটি সখিপুর হয়ে হাঁটুভাঙা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, সখিপুর ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কিছু অংশের উৎপাদিত আনারস, কাঁঠালসহ বিভিন্ন প্রকার সবজি এই সড়ক দু’টি ব্যবহার করে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করেন কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু গত দেড় বছরেও মাত্র ৬৬৮ মিটার সড়কের নির্মাণকাজ শেষ না হওয়ায় খানা-খন্দক ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ হচ্ছে। সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে যায়। সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তির যেন শেষ নেই। এলাকাবাসী বিভিন্ন সময় সভা-সমাবেশ ও মানববন্ধন করে প্রতিবাদ জানালেও ভোগান্তি দূর করতে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে ২৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ঘাটাইল-সাগরদিঘী সড়কের কামালপুর থেকে সাগরদিঘী হয়ে গুপ্তবৃন্দাবন পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলছে। ইতিমধ্যে সড়কের প্রায় সম্পূর্ণ কাজ শেষ হলেও সাগরদিঘী বাজার এলাকায় ৬৬৮ মিটার সড়কের ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই এ অংশটিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। বড় বড় গর্তের কারণে সড়কটি যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জনদুর্ভোগের কথা স্বীকার করে মানবজমিনকে বলেন, বিষয়টি জেলা সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে এবং টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবগত করে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। সড়কের নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী ফকরুদ্দিন বাচ্চু বলেন, সড়কের যে অংশের কাজ বাকি আছে তা ঢালাইয়ের মাধ্যমে করতে হবে। এর জন্য অতিরিক্ত বরাদ্দ লাগবে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে। টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন জানান, সাগরদিঘী বাজার এলাকায় নতুন করে ৬৬৮ মিটার সড়কের কাজ সিসি ঢালাইয়ের মাধ্যমে করার প্রস্তাব কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। প্রস্তাব অনুমোদন-সাপেক্ষে অতিদ্রুত কাজটি শুরু করা যাবে বলে আশা করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status