বিশ্বজমিন

বিতর্কিত মিছিল অনুমোদন করলো ইসরাইলের নতুন সরকার

মানবজমিন ডেস্ক

২০২১-০৬-১৫

জেরুসালেমের পুরাতন শহরের দামেস্ক গেট দিয়ে পতাকা মিছিল করতে যাচ্ছে ইসরাইলি ডানপন্থী কয়েকটি দল। এ নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হুমকি দিয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসও। এরইমধ্যে ওই এলাকা টহল দিতে শুরু করেছেন ইসরাইলি অস্ত্রধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুরো শহরজুড়েই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত বেশ কয়েকটি চেকপয়েন্ট। বন্ধ করে দেয়া হয়েছে কয়েকটি রাস্তা। ফিলিস্তিনিরা প্রতিবাদ করতে জড়ো হতে পারে এই আশঙ্কা থেকে দামেস্ক গেটের বাইরে ব্যারিয়ার বসানো হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলের নতুন সরকারই এই বিতর্কিত মিছিলটি অনুমোদন দিয়েছে। এতে যোগ দেবে দেশটির ডানপন্থী সমর্থকরা এবং সেটলাররা। নাফটালি বেনেট প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই নতুন উত্তেজনা দেখা গেলো।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status