ভারত

পরপর ফ্লপের পরেও শাহরুখ আয়ে এক নম্বরে, পুরোনো চালই ভাতে বাড়ছে তালিকায়

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১৫ জুন ২০২১, মঙ্গলবার, ১:৪৭ অপরাহ্ন

কোভিড কালে বলিউড তারকাদের আয় কমেছে প্রচুর, কিন্তু উপার্জনে তারা এখনও দেশের শীর্ষে। একটি আন্তর্জাতিক রেটিং সংস্থা সম্প্রতি বলিউড তারকাদের আয় ও সম্পদের বিচারে প্রথম দশের একটি তালিকা তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে পুরোনো চালই ভাতে বেড়েছে। প্রথমদিকে আছেন পুরোনো তারকারাই। শীর্ষে আছেন সেই শাহরুখ খান। তার মোট সম্পদের পরিমান ৬'শো ৩০ মিলিয়ন ডলার। পরপর ছবি ফ্লপ হলেও শাহরুখ দৈনিক আয় করেন ৮০ হাজার ডলার। শাহরুখের পর দ্বিতীয় স্থানটিই শাহেনশা অমিতাভ বচ্চনের। মোট সম্পদের পরিমান ৪'শো ৫৫ মিলিয়ন ডলার। অমিতাভ এর দৈনিক আয় ৬০ হাজার ডলার। ৩'শো ৬০ মিলিয়ন ডলার আয় নিয়ে তৃতীয় স্থানে সালমান খান। দৈনিক আয় ২৭ হাজার ডলার। অক্ষয়কুমার আছেন পরের স্থানটিতেই। সম্পদের পরিমান ৩'শো ২৫ মিলিয়ন ডলার। পঞ্চম স্থান আমির খানের। মোট সম্পদ ২'শো ২৫ মিলিয়ন ডলার। প্রতিদিন আয় করেন ৪২ হাজার ডলার। ছবি পিছু নিয়ে থাকেন ৩৫ কোটি টাকা। ছ নম্বরে আছেন নবাব পুত্র সাইফ আলি খান। মোট সম্পদ ১'শো ৫০ মিলিয়ন ডলার। দৈনিক আয় ১১ হাজার ডলার। ছবি পিছু নেন ৭ থেকে ১০ কোটি টাকা। সপ্তম স্থানে অবস্থান হৃতিক রোশনের। মোট সম্পদ ৫০ মিলিয়ন  ডলার। ছবি পিছু নেন ২৫ থেকে ৩৪ কোটি টাকা। দৈনিক আয় ১০ হাজার ডলার। ৪৫ মিলিয়ন ডলার আয় নিয়ে চকোলেট বয় রণবীর কাপুর এর পরেই। ছবি পিছু পারিশ্রমিক ২৫ কোটি  টাকা। দৈনিক আয় ১০ হাজার ডলার। এর পরের স্থানেই আছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ৪০ মিলিয়ন ডলার সম্পদ নিয়ে। ৯ থেকে ১০ কোটি টাকা মিঠুন নেন ছবি প্রতি। দৈনিক আয় ২১ হাজার ডলার। তালিকার শেষ অর্থাৎ দশম নামটি হচ্ছে নতুন জেনারেশনের হার্টথ্রব রণবীর সিং এর। তার মোট সম্পদ ৩৫ মিলিয়ন ডলার। ছবি পিছু নেন ২০ কোটি টাকা। দৈনিক আয় ১২ হাজার ডলার। কোভিডে আয় কমার পরও চিত্রটি এইরকমই। তবে, তালিকা আলো করে আছেন, ওল্ড ইজ গোল্ডরাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status