অনলাইন

নেতানিয়াহু প্রাইম মিনিস্টার নন, তিনি 'ক্রাইম মিনিস্টার'

তারিক চয়ন

১৫ জুন ২০২১, মঙ্গলবার, ১:০৬ পূর্বাহ্ন

ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা এক যুগের শাসনের অবসান ঘটার পর উচ্ছ্বাসে মেতেছেন তার বিরোধীরা। দেশটির অন্যতম প্রধান নগরী তেল আবিবে ইসরাইলের হাজার হাজার নাগরিক এই ঘটনা উদযাপন করেন।

নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়-মহামারি করোনার মধ্যেই রবিবার ওই নাগরিকরা তেল আবিবের রাবিন স্কয়ারে জড়ো হয়ে হৈ হুল্লোড় করতে থাকেন। সেখানে সব বয়সের নাগরিক ছিলেন। বাদ্য বাজছিল। অনেককে ইসরাইলের পতাকা বহন করতে দেখা যায়।

ওমার জিভ নামে একজন নেতানিয়াহুর ছবিযুক্ত একটি ব্যানার বহন করছিলেন যাতে লেখা ছিল 'ক্রাইম মিনিস্টার'। তিনি বলেন, মনে হচ্ছে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা কি যে খুশি!

চ্যানি গ্রস নামে আরেকজন বলেন, অবশেষে ইসরাইল ওই বাজে লোকটার কাজ থেকে মুক্তি পেয়েছে। আমি তার নামটাও মুখে নিতে চাই না। এখন মনে হচ্ছে আমরা স্বর্গে আছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status