বাংলারজমিন

চলে গেলেন প্রবীণ শিক্ষাবিদ অরবিন্দ দাশ

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২০২১-০৬-১৪

হবিগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অরবিন্দ দাশ পরলোকগমন করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টারের বাসভবনে তিনি পরলোকগমন করেন। একই দিন বেলা ২.৩০ মিনিটে স্থানীয় টাউন হল প্রাঙ্গণে নাগরিক সমাজের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হয়। হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের কয়েক প্রজন্মের এ শিক্ষককে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রিয় শিক্ষককে একনজর দেখা ও শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা টাউন হল প্রাঙ্গণে ভিড় জমান। ‘সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সমাজ হবিগঞ্জ’ আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সম্মিলিত নাগরিক আন্দোলন, খোয়াই থিয়েটার, খেলাঘর আসর, সুন্দ্‌রম, হবিগঞ্জ সাহিত্য পরিষদ, জেলা পূজা উদযাপন কমিটি, কালিবাড়ি, নজরুল একাডেমি, বাংলাদেশ লোক সংস্কৃতি ফোরাম হবিগঞ্জ জেলা, মহানাম সেবক সংঘ, নাট্য নিকেতন, মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র হবিগঞ্জসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরিবেশ ও সংস্কৃতিকর্মী তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদনকালে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ ও পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী অরবিন্দ দাশের জামাতা সিদ্ধার্থ বিশ্বাস। শিক্ষক অরবিন্দ দাশের বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি জীবনের দীর্ঘ সময় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status