খেলা

অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে স্পেন

স্পোর্টস ডেস্ক

১৪ জুন ২০২১, সোমবার, ৯:২৭ অপরাহ্ন

ইউরো শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন স্পেন অধিনায়ক সার্জিও বুস্কেটস। অভিজ্ঞ এই মিডফিল্ডার এখনো করোনামুক্ত হননি। অধিনায়ককে ছাড়াই ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে স্পেন। আজ ‘ই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। কোভিড-১৯ সমস্যা রয়েছে সুইডেন দলেও। দুই সুইডিশ মিডফিল্ডার দিয়ান কুলুসেভস্কি ও ম্যাটিয়াস সাভেনবার্গ করোনা পজিটিভ হওয়ায় নামতে পারবেন না স্পেনের বিপক্ষে।
স্প্যানিশ ডিফেন্ডার ডিয়েগো ইয়োরেন্তেও করোনা পজিটিভ হয়েছিলেন। দ্বিতীয়বারের পরীক্ষায় অবশ্য নেগেটিভ হয়েছেন লিডস ইউনাইটেড তারকা। সার্জিও বুস্কেটস না থাকায় মাঝমাঠে অভিজ্ঞতার ঘাটতি নিয়েই মাঠে নামবে স্পেন। তবে ঘরের মাঠে সুইডেশদের মুখোমুখি হওয়ায় এগিয়ে থাকবে তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। ২০১২ সালে শেষবার ইউরো জয়ের পর আন্তর্জাতিক ফুটবলে ধুঁকছে স্পেন। ২০১৪ বিশ্বকাপে বিদায় নিয়েছে গ্রুপ পর্বে। ২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই থেমেছে পথচলা। সাফল্য পেতে স্পেন কোচের পদে বসিয়েছে বার্সেলোনার সফল কোচ লুইস এনরিকেকে। তার অধীনে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে স্পেন। শেষ ২০ ম্যাচে মাত্র এক হার তাদের। টানা আট ম্যাচ অপরাজিত। ইউরোর আগে প্রস্তুতি ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র। এরপর লিথুনিয়া ম্যাচের আগে বুস্কেটস করোনায় আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ছিল পুরো স্পেন স্কোয়াড। লিথুনিয়ার বিপক্ষে ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে স্পেন নেমেছিল তাদের অনূর্ধ্ব-২১ দল নিয়ে। তাতেও তারা জয় পায় ৪-০ গোলে। এনরিকের অধীনে বড় মঞ্চে সাফল্যের খোঁজে সুইডিশদের আতিথ্য দেবে স্পেন। জয় দিয়ে আসর শুরুর স্বপ্ন দেখা স্পেনকে চমকে দিতে প্রস্তুত সুইডেন। ইউরোর আগে ইনজুরি ছিটকে দেয় সুইডিশদের সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে। তবে টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে স্পেনের মুখোমুখি হবে সুইডেন। ইউরোয় সাম্প্রতিক সময়ের রেকর্ড ভালো নয় তাদের। শেষ তিন আসরে পেরোতে পারেনি গ্রুপ পর্ব। তবে বড় মঞ্চে ঘুরে দাঁড়ানোর আভাস ২০১৮ বিশ্বকাপে দিয়েছে সুইডেন। রাশিয়ায় তারা উঠেছিল কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপ খেলা বেশিরভাগ ফুটবলার রয়েছেন সুইডেনের ইউরো স্কোয়াডে। ইউরোয় হতাশা ভোলার মিশনে সুইডিশদের অনুপ্রেরণা রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে স্পেন। ১৪ বারের দেখায় সুইডেনের বিপক্ষে ছয় জয় স্পেনের। সুইডিশরা জিতেছে ৩ ম্যাচে। এবারের ইউরো বাছাইপর্বেও একই গ্রুপে ছিল স্পেন-সুইডেন। বাছাইয়ের প্রথম লেগে ৩-০ গোলে জেতে স্পেন। সুইডেনের মাঠে হওয়া ফিরতি লেগে ১-১ গোলে ড্র নিয়ে ফেরে লুইস এনরিকের দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status