বাংলারজমিন
রাজধানীতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১
স্টাফ রিপোর্টার
২০২১-০৬-১৪
রাজধানীর বনানী এলাকায় প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আব্দুল জলিল মোল্লা (৪০) নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পথচারীরা আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত দেড়টার দিকে বনানীর নেভি সদর দপ্তরের সামনে পেছন থেকে একটি প্রাইভেট কার একটি মালবাহী পিকঅ্যাপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকঅ্যাপ ভ্যানের চালক জলিলসহ আরও তিনজন আহত হন। রক্তাক্ত অবস্থায় পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পিকঅ্যাপভ্যানের চালক জলিলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পিকঅ্যাপভ্যান ও প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। আব্দুল জলিল মোল্লার বাবার নাম তমিজউদ্দিন মোল্লা। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার দয়াগঞ্জের এরশাদনগর এলাকায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।