বাংলারজমিন

এবার পাবিপ্রবিতে রাতে পরীক্ষার আয়োজন!

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে

১৪ জুন ২০২১, সোমবার, ৯:১০ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার গভীর রাতে পরীক্ষার আয়োজন করে নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ক্লাস নেয়ার রেশ কাটতে না কাটতেই এই সিদ্ধান্ত নেয়া হলো। বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি দীপংকর কুণ্ডু স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্যাডে গত ১২ই জুন একটি নোটিশ দেয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ওই বিভাগের ২০১৫-২০১৬ সেশনের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হলো।  নোটিশে উল্লেখ করা হয়েছে আগামী ২৩শে জুন কোর্স নং ইইই-৪১২১, ২৮শে জুন ইইই-৪১৩৫, ৩রা জুলাই ইইই-৪১০৯, ৭ই জুলাই ইইই-৪১০১ এবং ১৩ই জুলাই ইইই-৪১০৩ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি রুটিন মোতাবেক রাত সাড়ে ১০টায় প্রতিটি পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে রাত দেড়টায়।নোটিশ প্রাপ্তির পর পরই ওই বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পেজ ‘পাবিপ্রবি ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস’ এ শিক্ষার্থীরা বিভিন্ন মন্তব্য করেন। সুমাইয়া ইয়াসমিন নামে এক শিক্ষার্থী লিখেন, ‘বাহ এবার তাহাজ্জুদ নামাজ পড়ে সবাই এক্সাম দিতে পারবো।’
বিষয়টি নিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-২০১৬ সেশনের ৪র্থ বর্ষ প্রথম সেমিস্টারের তাত্ত্বিক পরীক্ষা কমিটির সভাপতি দীপংকর কুণ্ডুর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এটি ভুলবশত টাইপিং মিসটেক হয়েছে, সময় ঠিক করে দেয়া হবে। কীভাবে এতো বড়ধরনের ভুল হয়েছে, জানতে চাইলে তিনি কোনো প্রকার সদুত্তর দিতে পারেননি। পাবিপ্রবি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান দীলিপ কুমার সরকারের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ গভীর রাতে অনলাইনে ক্লাস নিয়ে সারা দেশে নানা বিতর্কের জন্ম দেন। তার রেশ না কাটতেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গভীর রাতে পরীক্ষা নেয়ার নোটিশ দেয়ায় বিষয়টি তোলপাড়ের সৃষ্টি হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status