বিনোদন

বিয়ের পিঁড়িতে প্রসূন আজাদ

স্টাফ রিপোর্টার

২০২১-০৬-১৪

নতুন জীবন শুরু করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। গত শনিবার তার মালিবাগের বাসায় আংটিবদল করেছেন তিনি। পাত্র তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক ফারহান। অন্তর্জালে বাগদানের ছবি প্রকাশ করে এমন তথ্য জানিয়েছেন প্রসূন আজাদ। জানা গেছে, তার হবু জামাই পেশায় একজন ব্যবসায়ী ও ফার্ম হাউজের মালিক। বিয়ে প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, ফারহানের মা ও তার পরিবারের সদস্যরা এসে আমাকে আংটি পরিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ফারহানের সঙ্গে প্রসূনের পরিচয় দীর্ঘদিনের উল্লেখ করে তিনি বলেন, কবে থেকে ফারহানের সঙ্গে আমার পরিচয় দিনক্ষণ ঠিক করে বলতে পারবো না, তবে আমরা দীর্ঘদিন ধরেই ভালো বন্ধু। ফারহান তার কাজের ফাঁকে মাঝে মধ্যে আমাকে সময় দেয়। ওর সঙ্গে সহজে মিশতে পারি। ও খুবই সাদামাটা সাধারণ একজন মানুষ। নিয়মিত নামাজ পড়েন। সবদিক থেকেই আমার মনে হয়েছে এই লোকটার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেয়া যেতে পারে। বাগদান সম্পন্ন হলেও বিয়ে কবে নাগাদ হবে জানতে চাইলে প্রসূন বলেন, কেবল তো আংটি পরানো হলো। আমার বাবা পেশাগত কারণে ঢাকার বাইরে। তিনি এলেই আমার পরিবারের সদস্যরা ফারহানের বাসায় যাবে। দুই পরিবারের আলোচনার প্রেক্ষিতে বিয়ের দিনক্ষণ ঠিক হবে। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। সেই সংসার স্থায়ী ছিল দেড় বছর। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে দীর্ঘদিন নানা জটিলতায় শোবিজে বেশ অনিয়মিত তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status