খেলা

২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০২১, রবিবার, ৬:২৯ অপরাহ্ন

দিনের প্রথম বলেই ইংল্যান্ডের শেষ উইকেট তুলে নিয়ে জয়ের মঞ্চ তৈরী করে ফেলে নিউজিল্যান্ড। পরে ছোট্ট লক্ষ্য পেরিয়ে ইংল্যান্ডে ২২ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল দলটি। এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতকে বার্তা দিয়ে রাখলো নিউজিল্যান্ড। আগামী শুক্রবার সাউথ্যাম্পটনে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে দলটি।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩০৩ রানের জবাবে নিউজিল্যান্ড করে ৩৮৮ রান। দ্বিতীয় ইনিংসে পেসারদের বিধ্বংসী বোলিংয়ে স্বাগতিকরা ১২২ রানে গুটিয়ে গেলে মাত্র ৩৮ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড। অনায়াসেই জয় তুলে নেয় তারা। দুই টেস্টের সিরিজটি ১-০ তে জিতেছে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট হয়েছিল ড্র। ইংল্যান্ডের মাটিতে এটি তাদের তৃতীয় সিরিজ জয়, ১৯৯৯ সালের পর প্রথম। হোম-অ্যাওয়ে মিলিয়ে ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের এটি টানা তৃতীয় সিরিজ জয়। আগের দুটি তারা জিতেছিল ঘরের মাঠে।
অলি স্টোন ও জেমস অ্যান্ডারসনের শেষ উইকেট জুটিতে ইংল্যান্ড দিন শুরু করেছিল ১২২ রান নিয়ে। ইনিংস থেমে যায় ওখানেই; প্রথম বলেই স্টোনকে কট বিহাইন্ড করেন ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ১০ উইকেটে টেস্ট জয়ের সুযোগ ছিল নিউজিল্যান্ডের সামনে। কিন্ত রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান দারুণ ছন্দে থাকা ডেভন কনওয়ে। স্টুয়ার্ট ব্রডের বলে জেমস ব্রেসির হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার। তিন নম্বরে নামা উইল ইয়াং ফেরেন বোল্ড হয়ে। মার্ক উডকে দুই চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া টম ল্যাথাম।
দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংসে তিনটি করে মোট ৬ উইকেট নেন দলে ফেরা ম্যাট হেনরি। নিউজিল্যান্ড এই পেসারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিজেদের ভালোই ঝালিয়ে নিল তারা। আগামী শুক্রবার সাউথ্যাম্পটনে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে দলটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status