দেশ বিদেশ

এলপিইউ ভিশানারি এওয়ার্ড পাচ্ছে বাংলাদেশের শক্তি

অনলাইন ডেস্ক

১৩ জুন ২০২১, রবিবার, ৩:৫৬ অপরাহ্ন

 ‘ভিশনারি লিডার অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাংলাদেশি তরুণ শিক্ষার্থী এসএম সাম্মাম শক্তি ইবনে শাহাদাত। ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ) তাকে এই সম্মাননার জন্য মনোনীত করেছে। চলতি জুনে চতুর্থ বার্ষিক আইএসআইইএনডিআইএ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শক্তির হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশের সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি ম্যানেজম্যান্টে এই অনুষ্ঠান হবে। অ্যাকাডেমিক সফলতা, অসাধারণ কাজ, অনুকরণীয় পেশাগত সেবা ও ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিবছরই ইম্পেরিয়াল সোসাইটি অব ইনোভেটিভ ইঞ্জিনিয়ার্স (আইএসআইইএনডিআইএ) এই পুরস্কারের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে নির্বাচিত করে। শিক্ষাজীবনে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রতিশ্রুতিশীল এই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন এলপিইউ আচার্য অশোক মিত্তাল। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সম্মাম। তিনি নিয়মিতভাবেই বিভিন্ন জনহিতকর ও দাতব্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সমাজিক উন্নয়নে তার অনুকরণীয় নেতৃত্ব দক্ষতা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) জন্য প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে এসেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status