বাংলারজমিন

দিনাজপুর চেম্বার অব কমার্সের নির্বাচন

শামীম পরিষদ ১৫ ও রফিকুল পরিষদ ৩টি পদে বিজয়ী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে

১৩ জুন ২০২১, রবিবার, ১১:৪৩ পূর্বাহ্ন

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে শামীম পরিষদ ১৫টি এবং রফিকুল পরিষদ ৩ টি পদে বিজয়ী হয়েছে। শনিবার রাত সাড়ে ১১ টায় ভোট গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি বে-সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করে। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২১-২০২২ ও ২০২২-২০২৩) সালের নির্বাচনে ১৮টি পদের মধ্যে রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম পরিষদ ১৫টি পদে ও রফিকুল ইসলাম পরিষদ ৩টি পদে বিজয় লাভ করেছে বলে ফলাফলে জানানো হয়।
 দিনাজপুর শহরের কালিতলাস্থ সারদেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন চেম্বারের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আশফাক আহম্মেদ।
বিজয়ীরা হলেনÑ শামীম পরিষদের রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম প্রাপ্ত ভোট ১৫৭৯, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু প্রাপ্ত ভোট ১৪৩৯, মোঃ জর্জিস আনাম প্রাপ্ত ভোট ১৩১৭, সোজা উর রব চৌধুরী প্রাপ্ত ভোট ১৪৬০, মো. মোছাদ্দেক হুসেন প্রাপ্ত ভোট ১৫০৪, মো. শামীম কবির প্রাপ্ত ভোট ১৩৯৮, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ প্রাপ্ত ভোট ১৪১৬, প্রতাপ কুমার সাহা পানু প্রাপ্ত ভোট ১২৫৩, মোঃ আখতারুজ্জামান জুয়েল প্রাপ্ত ভোট ১৪০৫, সাহেদ রিয়াজ পিম ১৪০৭, রাহবার কবির পিয়াল ১২৪৬, আলহাজ¦ মোঃ মোফাজ্জল হোসেন প্রাপ্ত ভোট ১২৮৬, জহির শাহ্ প্রাপ্ত ভোট ১২৭৬, মোঃ জহির খান প্রাপ্ত ভোট ১১৭২ ও মোঃ সানোয়ার হোসেন প্রাপ্ত ভোট ১২৩৮।
অপরদিকে রফিকুল ইসলাম পরিষদের বিজয়ী ৩ জন প্রার্থী হলেন, সহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রাপ্ত ভোট ১২০১, মানবেন্দ্র দাস মনোজ প্রাপ্ত ভোট ১২২৮ ও মোঃ মোকাররম হোসেন প্রাপ্ত ভোট ১১৭০টি।
 নির্বাচনে ২ হাজার ৬০২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছে ২ হাজার ৩৭৩ জন। এর মধ্যে বাতিল হয়েছে ১০৫টি ভোট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status