খেলা

এরিকসনের অনুরোধে মাঠে নেমে হারলো ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০২১, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন


ক্রিস্টিয়ান এরিকসেন নিজেই হাসপাতাল থেকে ভিডিওবার্তায় ডেনমার্ক দলে তাঁর সতীর্থদের আবার মাঠে নামতে অনুরোধ করেছিলেন। দারুণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে ড্যানিশ খেলোয়াড়েরা মাঠে নেমেছেনও। তবে সাহস কওে মাঠে নামলেও হাসি মুখে মাঠ ছাড়তে পারলেন না ডেনর্মাকের খেলোয়াড়রা। কোপেনহেগেনে আজ ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ইউরো অভিষেক রাঙিয়ে দিয়েছে ফিনল্যান্ড।
ফিনিশিংয়ে ব্যর্থতাই শেষ পর্যন্ত ড্যানিশ আর ফিনিশদের মধ্যে পার্থক্য গড়ে দিল। র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বর দল ডেনমার্ক একের পর এক দারুণ সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। একটা পেনাল্টিও মিস করেছে! উল্টো দিকে র‌্যাঙ্কিংয়ে ডেনমার্কের চেয়ে ৪৪ ধাপ পিছিয়ে থাকা ফিনল্যান্ড পুরো ম্যাচে বলার মতো সুযোগ তৈরিই করেছে একটি, ৫৯ মিনিটে সে সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন জোয়েল পোহইয়ানপালো। তাতেই অভিষেক রাঙানো ফিনল্যান্ডের।
ডেনমার্কের খেলোয়াড়দের নিয়ে তবু অবশ্য গর্বই করার কথা দেশটির মানুষের। এরিকসেনের ওভাবে মাটিতে পড়ে যাওয়া এবং এর পরের সবকিছু সবচেয়ে কাছ থেকে তো দেখেছেন তাঁরাই। এতকিছুর পরও যে আবার ম্যাচ খেলতে নামার সাহস দেখিয়েছেন, এ-ই তো বীরত্বগাঁথা লেখার মতো।
এদিন ম্যাচের ৪০ মিনিটে মাঠে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান এরিকসেন। মাঠে প্রায় ১৫ মিনিট চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উয়েফা তখন ম্যাচ স্থগিত ঘোষণা করে।
এরপর অবশ্য ডাক্তারদের প্রাণান্ত চেষ্টার পর জ্ঞান ফেরে এরিকসেনের। উয়েফা ম্যাচটি আবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে শুরু করার কথা জানায়। ৪৩ মিনিট থেকে আবার ম্যাচ শুরু হয়, এরিকসেনের বদলি হিসেবে ডেনমার্ক মাঠে নামায় মাথিয়ান ইয়েনসেনকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status