প্রথম পাতা

শুধু সৌদি নাগরিকরা অংশ নিতে পারবেন

এবারও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

মানবজমিন ডেস্ক

১৩ জুন ২০২১, রবিবার, ৯:৪১ অপরাহ্ন

এবারও শুধুমাত্র সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য হজের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। ফলে টানা দুই বছরের জন্য হজের সুযোগ হারালেন বাংলাদেশসহ অন্য দেশের নাগরিকরা। তবে সৌদি আরবে বসবাসরত অন্য দেশের নাগরিকরা হজের সুযোগ পাবেন। কোভিড-১৯ মহামারির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয়। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে বলা হয়েছে, এ বছর মোট ৬০ হাজার জনকে হজের অনুমতি দেবে সৌদি আরব। অনুমতি পেতে হলে তাদেরকে অবশ্যই সৌদি নাগরিক ও দেশটির বাসিন্দা হতে হবে। একইসঙ্গে তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। শনিবার দেয়া ঘোষণায় জানানো হয়েছে, হজের অনুমতি পেতে হলে অবশ্যই কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে হবে। কাবাঘর ও মসজিদে নববীতে অতিথি ও দর্শনার্থীদের আগমনকে নিরাপদ করতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সৌদি মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, সৌদি আরব মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়।
এর আগে গত বছরও হজ পালনে নানা নিয়ম জারি করেছিল সৌদি সরকার। প্রতি বছর যেখানে ২০ থেকে ২৫ লাখ মানুষ সারা বিশ্ব থেকে হজ করতে যেতেন। তবে কোভিডের কারণে সামাজিক দূরত্ব মেনে সামান্য কিছু মানুষকে হজ পালনের সুযোগ দেয়া হয়। এবার হজ পালনের অনুমতি পেতে শর্ত হিসেবে যুক্ত হয়েছে ভ্যাকসিন। তবে সেটিও শুধুমাত্র সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status