খেলা

আক্ষেপ ঘুচবে কি মেসিদের?

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০২১, রবিবার, ৯:৩৯ অপরাহ্ন

প্রতিটি বড় আসরেই আশায় বুক বাঁধেন আর্জেন্টাইন সমর্থকরা। গত ২৮ বছরে সেই আশা পূরণের কাছাকাছি পাঁচবার গিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে একবার এবং কোপা আমেরিকায় চারবার ফাইনাল খেলে প্রতিটিতেই হারের বেদনায় নীল হয়েছে আলবিসেলেস্তেরা। পর্দা উঠছে কোপা আমেরিকার আরেকটি আসরের। বাংলাদেশ সময় রাত ৩টায় উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল। ৪৭তম এই আসরের কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনা ও লিওনেল মেসি। আর্জেন্টিনা ট্রফি জেতে না ২৮ বছর। মেসি জাতীয় দলের জার্সিতে এখনো জেতেননি কোনো বড় শিরোপা। এবারের কোপা আমেরিকা তাই হয়ে উঠেছে মেসি ও আর্জেন্টিনার অপেক্ষা ফুরানোর আসর। তবে কাজটি সহজ নয় মেসিদের। শেষ পর্যন্ত এবারের কোপা আমেরিকা আসর বসছে ব্রাজিলে। নিজ মাটিতে বরাবরই দুর্বার ব্রাজিলিয়ানরা। এ পর্যন্ত নিজ মাটিতে পাঁচবার কোপা আমেরিকা আয়োজন করে প্রতিবারই শিরোপা ঘরে রেখে দিয়েছে সেলেসাওরা।
কলম্বিয়ার সঙ্গে এবারের কোপা আমেরিকার যৌথ আয়োজক ছিল আর্জেন্টিনা। রাজনৈতিক অস্থিরতার কারণে বাদ পড়ে কলম্বিয়া। আর্জেন্টিনা আয়োজক হিসেবে সরে যেতে বাধ্য হয় করোনা পরিস্থিতির নাজুক অবস্থার কারণে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলে হবে কোপার সব ম্যাচ। গত আসরের সেমিতে ব্রাজিলের কাছে হার দেখে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে শিরোপা নিয়ে ফেরা সহজ হবে না মেসিদের। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। ওটাই হয়ে আছে আর্জেন্টিনার শেষ শিরোপা। উরুগুয়ের পর কোপায় সর্বোচ্চ ১৪ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। উরুগুইয়ানরা চ্যাম্পিয়নের মুকুট পরেছে ১৫বার। কোপার আগে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের পারফরমেন্স আশা জাগানিয়া নয়। বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচেই ড্র। কলম্বিয়ার বিপক্ষে দুই গোলের লিড নিয়েও ধরে রাখতে পারেনি। তবে এবারের আর্জেন্টিনা স্কোয়াড সাম্প্রতিক সময়ের মধ্যে শক্তিশালী। আক্রমণভাগে মেসি, মার্তিনেসের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ সার্জিও আগুয়েরো। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন তারকা লুকাস আলারিও আর্জেন্টিনার বড় ভরসা। গোলপোস্টের নীচে থাকবেন অ্যাস্টন ভিলার জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লীগ মাতানো এমিলিয়ানো মার্তিনেস। রক্ষণে ভরসা জোগাবেন ইতালিয়ান লীগের সেরা সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া। কঠিন গ্রুপেই পড়েছে ব্রাজিল। দুইবার করে শিরোপা জেতা চিলি, প্যারাগুয়ের সঙ্গে রয়েছে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে উদ্বোধনী ম্যাচেই। শুরুতে ৯ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে রয়েছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু। নেইমাররা কোপা শুরু করবে টানা সাত জয়ের আত্মবিশ্বাস নিয়ে। শেষ চার ম্যাচে কোনও গোল হজম করেনি সেলেসাওরা। ছন্দে রয়েছেন নেইমার। শেষ দুই ম্যাচেই একটি করে গোল ও অ্যাসিস্ট ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকার। নেইমার, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগ আসরের অন্যতম সেরা। মাঝমাঠে কাসেমিরো, ফ্রেডরা ভরসা জোগাবেন। রক্ষণে এডার মিলিতাও, দানিলো, মার্কিনহোসদের মতো পরীক্ষিত ডিফেন্ডাররা রয়েছেন। গোলপোস্টের নিচে লিভারপুল তারকা আলিসন বেকার।
আর্জেন্টিনা, ব্রাজিলের সঙ্গে ফেভারিটের তালিকায় রয়েছে উরুগুয়ে ও চিলি। লুইস সুয়ারেজের উরুগুয়ে যদিও ছন্দে নেই। শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটি। শেষ তিন ম্যাচে দুই ড্র ও এক হার। এই তিন ম্যাচে একটি গোলও পায়নি তারা। তবে উরুগুয়ের অন্যতম ভরসা লুইস সুয়ারেজ রয়েছেন দুর্দান্ত ফর্মে। দুই জায়ান্ট এফসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে এবারের স্প্যানিশ লা লিগা শিরোপা জিতেছে সুয়োরেজের অ্যাটলেটিকো মাদ্রিদ। আসরের শেষ রাউন্ডে সুয়ারেজের গোলে জয় দিয়ে শিরোপা নিশ্চিত হয় দলটির। সর্বশেষ লা লিগায় সুয়ারেজ পেয়েছেন ২১ গোল।
শক্তিধর দল চিলিও ছন্দহীন। শেষ পাঁচ ম্যাচে জয় একটি। দুই ড্রয়ের সঙ্গে এক হার। তবে কোপায় শেষ তিন আসরের দুইবারের চ্যাম্পিয়ন চিলি। আর্তুরো ভিদাল-আলেক্সিজ সানচেজদের চিলি এবারো আছে ফেভারিটের তালিকায়। দুবারই তারা শিরোপা কুড়ায় আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে।
এবার নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে চিলি-আর্জেন্টিনা। সোমবার দিবাগত রাত ৩টায় মুখোমুখি হবে মেসি-সানচেজরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status