খেলা

কোপার স্পটলাইটে যারা

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০২১, রবিবার, ৯:৩৯ অপরাহ্ন

ক্যারিয়ারের শেষ সময়ে রয়েছেন লিওনেল মেসি। এখনো জেতা হয়নি জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি। দারুণ ছন্দে রয়েছেন নেইমারও। অভিজ্ঞ লুইস সুয়ারেজ, আলেক্সিজ সানচেজ, আর্তুরো ভিদালরা তো আছেনই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা, আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল, ইকুয়েডরের টিনএজ মিডফিল্ডার মোইজেস কেইসেদোর ওপরও থাকবে নজর।
লিওনেল মেসি: কোপায় টানা দুইবার আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। দুইবারই টাইব্রেকারে চিলির কাছে হেরে স্বপ্ন ভাঙে মেসিদের । দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আরেকটি আসর শুরুর আগে দারুণ ছন্দে রয়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে করেছেন ৩০ গোল। জাতীয় দলের জার্সিতে শেষ দুই ম্যাচেও আলো ছড়িয়েছেন। কোপা আমেরিকার পরবর্তী আসরে মেসির বয়স হবে ৩৬। তার আগেই কোপার শিরোপা জিততে চাইবেন মেসি।
নেইমার: ব্রাজিলের তুরুপের তাস। ২০১৯ সালে দেশের মাটিতে কোপা শিরোপা জেতে ব্রাজিল। তবে ইনজুরির কারণে সেই দলে ছিলেন না নেইমার। জাতীয় দলের হয়ে ২০১৬ অলিম্পিক স্বর্ণ ও ২০১৩ সালে কনফেডারেশন্স কাপ জিতেছেন। তবে সেগুলো কোপা আমেরিকার সমমর্যাদার নয়। প্রথমবার কোপা জয়ের মিশনে নামার আগে দুর্দান্ত ফর্মে নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে নেইমার জাদুতে জয় তুলে নেয় ব্রাজিল। দুই ম্যাচে দুই গোলের সঙ্গে সমানসংখ্যক অ্যাসিস্ট নেইমারের।
রদ্রিগো ডি পল: মাঝমাঠে আর্জেন্টিনার প্রাণ উদিনেসে মিডফিল্ডার। ইতালিয়ান ক্লাবটির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন ২৭ বছর বয়সী ডি পল। সিরি আ ফুটবল লীগে ৯ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন সমান সংখ্যক গোল। জাতীয় দলেও আলো ছড়াচ্ছেন। কোপা আমেরিকায় আর্জেন্টিনার মাঝমাঠের নেতা হয়ে ওঠার অপেক্ষায় ডি পল।
গাব্রিয়েল বারবোসা: নামের পাশের তকমাই বলে দেয় বারবোসা সম্পর্কে। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে ভালোবেসে ভক্তরা ডাকেন ‘গাবিগোল’ নামে। ক্যারিয়ারের শুরুতে সান্তোসে খেলার সময় পেয়েছিলেন এই নাম। প্রবল প্রত্যাশা থাকলেও ইন্টার মিলান ও বেনফিকায় কাটেনি ভালো সময়। ফিরে আসেন ব্রাজিলে। ফ্লামেঙ্গোয় ফিরে পান ছন্দ। গোল করতে থাকেন নিয়মিত। ২০১৯ সালে তার শেষ সময়ের দুই গোলে দল জেতে কোপা লির্বেতাদোরেসের শিরোপা। প্রতিভাবান ফরোয়ার্ডে পূর্ণ ব্রাজিল দলের একাদশে শেষ পর্যন্ত বারবোসা সুযোগ পাবেন কি-না, এ নিয়ে সংশয় আছে। শেষ পর্যন্ত সুযোগ পেলে আন্তর্জাতিক পর্যায়ে নিজের ছাপ ফেলার এটা হবে তার বড় মঞ্চ।
মোইজেস কেইসেদো: ইকুয়েডরের কেইসেদোকে দলে পেতে এই বছর লড়াইয়ে নেমেছিল ইংলিশ ক্লাবগুলো। শেষ পর্যন্ত এই টিনএজ মিডফিল্ডার প্রিমিয়ার লীগের নিচের দিকের দল ব্রাইটন এন্ড হোভ আলবিওনকে বেছে নেওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। মাঠের ফুটবল দিয়ে এর চেয়ে বেশি মানুষকে চমকে দেওয়ার সামর্থ্য আছে তার। বুদ্ধিদীপ্ত পাস ও বক্স থেকে বক্স পর্যন্ত দৌড়ে খেলার সামর্থ্যের জন্য পরিচিত ১৯ বছর বয়সী কেইসেদোর এখনও ইংলিশ ফুটবলে অভিষেক হয়নি। তবে আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি। গত অক্টোবরে ১৮ বছর বয়সে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। উরুগুয়ের বিপক্ষে ৪-২ ব্যবধানে জেতা ম্যাচে গোল করে রাঙিয়ে রাখেন নিজের প্রথম ম্যাচ। একই সঙ্গে জায়গা করে নেন ইতিহাসের পাতায়। গড়েন ইকুয়েডরের হয়ে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড। কোপা আমেরিকা হতে পারে কেইসেদোর আরও বড় পরিসরে সামর্থ্য দেখানোর মঞ্চ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status