শেষের পাতা

তিন ম্যাচে নিষেধাজ্ঞা পাঁচ লাখ টাকা জরিমানা সাকিবের

স্পোর্টস রিপোর্টার

১৩ জুন ২০২১, রবিবার, ৯:৩৮ অপরাহ্ন

 মাঠে বিতর্কিত আচরণের জন্য নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান । ঢাকা প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টিতে মোহামেডানের পরের তিন ম্যাচে খেলা হবে না বাঁহাতি এই অলরাউন্ডারের। সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হবে তাকে। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। সাকিবও সে শাস্তি মেনে নিয়েছেন। এ ঘটনায় তাই আর কোনো শুনানি হয়নি।
সাকিবের শাস্তি ঘোষণা নিয়ে এর আগে এক দফা নাটকই হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় ধানমন্ডিতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন বিসিবি’র পরিচালক ও সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ। কিন্তু সাতটা বাজার একটু আগেই সে সংবাদ সম্মেলন বাতিল করা হয়। পরে জানা যায় সংবাদ সম্মেলন হবে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হক পাপনের গুলশানের বাসভবনে। সেখানেই সংবাদ সম্মেলনে সাকিবের শাস্তি প্রসঙ্গে সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘আমরা সাকিবের পুরো জিনিসটা যা দেখেছি, আচরণবিধির লেভেল থ্রি’র দু’টি অপরাধ করেছেন। তাই ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ শাস্তি ঘোষণার আগে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা হয়েছে সিসিডিএম’র চেয়ারম্যানের। এ বিষয়ে কাজী ইনাম বলেন, ‘বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। কি কারণে এটা হলো, সেটিও জানতে চেয়েছেন তিনি। তিনদিন পর মিটিং আছে, সেখানে আমরা আলোচনা করব। দুইদিনের মধ্যে বসবো, আলোচনা করবো। এই লীগ নিয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে, সেগুলো আমরা শুনবো।’ সাকিবের বিরুদ্ধে তদন্ত করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যখন একটা খেলা হয়, তার মধ্যে যে ঘটনা ঘটে, সেটির রিপোর্ট দেবেন আম্পায়ার আর ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেবেন। সেই অনুযায়ীই সিদ্ধান্ত হয়েছে।’ শোনা গিয়েছিল চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি দেয়া হবে সাকিবকে। কিন্তু সেটা কেন তিন ম্যাচ হলো? জবাবে কাজী ইনাম বলেন, ‘ম্যাচ রেফারি আর আম্পায়ারদের রিপোর্টে তো লেভেল থ্রি দেখেছি আমরা, তার শাস্তি তিন ম্যাচের নিষেধাজ্ঞা এবং জরিমানা। কোন ক্লাব কি বলেছে, সেটা নিয়ে আমরা মন্তব্য করতে পারবো না।’ সাকিব শাস্তি মেনে নিয়েছেন জানিয়ে কাজী ইনাম বলেন, ‘সাকিব লেভেল থ্রি’র ভঙ্গের দু’টি অপরাধ করেছেন। সাকিবকে সেটা জানানো হয়েছে। তিনি সেটা মেনে নিয়ে স্বাক্ষর করেছেন।’
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত শুক্রবার দুপুরে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে তিন দফায় বিতর্কিত ঘটনার জন্ম দেন সাকিব। প্রথমবার লাথি মারেন স্টাম্পে, একটু পর তিন স্টাম্প তুলে আছাড় মারেন। পরে মাঠ ছেড়ে যাওয়ার সময় অশালীন ভঙ্গি করেন আবাহনীর ড্রেসিং রুম বা গ্যালারির দিকে। সে সময় তিনি ও আবাহনী কোচ খালেদ মাহমুদ তেড়ে যান পরস্পরের দিকে। তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে ওই দিনই বিকালে ফেসবুকে লিখিত বক্তব্যে সাকিব এই কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে ‘মানবিক ভুলের’ জন্য ক্ষমা চান।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত সাকিবের মোহামেডান জেতে ৩১ রানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status