বাংলারজমিন

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী ৫ প্রতারক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

১৩ জুন ২০২১, রবিবার, ৯:১৬ অপরাহ্ন

লালমনিরহাটের পাটপ্রামের দহগ্রাম সীমান্তে প্রধানমন্ত্রীর পিএস ও গণভবনের লোক পরিচয় দিয়ে প্রতারণার সময় ৫ জনকে আটক করেছে বিজিবি। বিজিবির দাবি প্রতারকরা প্রধানমন্ত্রীর পিএস ও গণভবনের লোক বলে সীমান্ত পথে অবৈধভাবে গরু প্রবেশের চাপ দেয়। সন্দেহ হলে তাদের আটক করে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। দেয়া হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। আটকরা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোবারক ঘোনা এলাকার আলাউদ্দিন ভূঁইয়া সাগর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচ্চালিয়াপাড়া এলাকার আশরাফ উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম ভবানীপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজিজুল হক (৪৮) ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের আক্তার উদ্দিনের ছেলে রুহুল আমিন ও বরিশালের আগৈইলঝরা থানার বারাক এলাকার সাত্তার হোসেনের ছেলে রফিক মিয়া। ৫ প্রতারকের বিরুদ্ধে বিজিবি মামলা দিয়ে পাটগ্রাম থানায় সোপর্দ করে।
পানবাড়ী ক্যাম্পের বিজিবি ও পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, পাটগ্রাম উপজেলার পানবাড়ী বিজিবি ক্যাম্পে গিয়ে ৫ ব্যক্তি নিজেদের গণভবনের কর্মচারী পরিচয় দেন। এ সময় ক্যাম্প কমান্ডারকে প্রতারকরা বলেন, ভারত থেকে আমাদের কিছু গরু আসবে তাই সহায়তা করতে হবে। একইভাবে বিজিবির ব্যাটালিয়ন কমান্ডারের মোবাইলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দাবি করে শেখ যুবরাজ নামে অপর একজন বার্তা পাঠিয়ে ভারতীয় গরুগুলো পাচারে তাদের লোকদের সহায়তা করতে নির্দেশ দেন। এ ঘটনায় লুনা হুমায়ন পারভীন নামে আরো এক নারী নিজেকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য পরিচয় দিয়ে মোবাইল ফোনে ক্যাম্প কমান্ডারের কাছে তদবির করেন। এমন ঘটনায় বিজিবির সন্দেহ হলে ব্যাপক অনুসন্ধান চালান। গণভবন বা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নয়, এরা সবাই ভুয়া ও প্রতারক সন্দেহ হওয়ায় তাদের আটক করে বিজিবি। ৭ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে আটক ৫ জনকে পুলিশে সোপর্দ করে। আটককৃত ৫ প্রতারককে গতকাল দুপুরে লালমনিরহাট আদালতে প্রেরণ করে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status