বাংলারজমিন

সাভারে দুই খুনের ঘটনায় আটক ১০

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৩ জুন ২০২১, রবিবার, ৯:১৫ অপরাহ্ন

সাভারে দুই খুনের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে সাভার মডেল থানায়। নিহত রায়হানের মা খাদিজা বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যার রহস্য উদ্‌ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল পর্যন্ত ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সাভারের ট্যানারি পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ (পরিদর্শক) জাহিদুল ইসলাম বলেন, জোড়া খুনের ঘটনায় আটককৃতদের  জিজ্ঞাসাবাদ চলছে। তারা সকলে রায়হানের বন্ধু ও স্থানীয় বড় ভাই। তদন্ত করে রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত শুক্রবার সাভারের ভার্কুতা ইউনিয়নের হারুলিয়ার চকের পাট ক্ষেত থেকে  স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে দুই যুবকের লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের  জন্য প্রেরণ করে পুলিশ। নিহতরা হচ্ছে, বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার শেওড়া উত্তরপাড়া গ্রামের রতন খানের ছেলে রায়হান (১৮) ও একই থানা এলাকার পশ্চিম শেওড়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে নাজমুল (১৮)। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই ও এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status