দেশ বিদেশ

টঙ্গীতে বস্তিতে আগুন, ভস্মীভূত তিনশ’ ঘর

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে

১৩ জুন ২০২১, রবিবার, ৯:১১ অপরাহ্ন

টঙ্গীর মিলগেট এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ৩শ’ ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল টঙ্গী মিলগেট এলাকায় চুড়ি ফ্যাক্টরির পাশের বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের পর শত শত পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রেহানা বলেন, আমাদের সবকিছু শেষ হয়ে গেল অথচ কেউ সহযোগিতার হাত বাড়ালো না। ভোটের সময় সবাই আসে বস্তির ঘরের মধ্যে কিন্তু অভাবের সময় কেউ আসেনা। মো. ইয়াছিনের ছোট্ট ছেলে মণ্ডল (৬) আগুনে পোড়া কয়লার মধ্যে থেকে লাঠি দিয়ে খুঁজতেছিল তার ঘোড়ার গাড়িটি। বাবা ইয়াছিন বললেন, গতকাল একটি ধারাপাত বই ও ঘোড়ার গাড়ি কিনে দিয়েছিলাম। রাতে পড়েছে ও গাড়ি নিয়ে খেলেছে। এখন পুড়ে যাওয়ায় বই আর ঘোড়ার গাড়ির জন্য কান্না করছে। জানা যায়, মিলগেট এলাকায় চুড়ি ফ্যাক্টরির পাশের বস্তিতে গতকাল রাত ৩টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সকাল পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বস্তির সব ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ডে কাউন্সিলর মো. আবুল হাসেম বলেন, বস্তিতে প্রায় তিনশত ঘর ছিল, সবই পুড়ে গেছে। তাদের পরনের কাপড় ও খাবার কিছুই নেই। তাদের জন্য খাবার রান্না শুরু হয়েছে, বিকালের মধ্যে তাদের পোশাকের ব্যবস্থাও করে দিবো।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন জানান, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিলগেট বস্তিতে থাকা ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে উত্তরা, সদর দপ্তরসহ ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তারা গতকাল ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ওই বস্তিতে থাকা প্রায় শতাধিক বাসা বাড়ি, দোকানপাট, ঝুট গুদাম ও গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট, মালামাল পুড়ে গেছে। এর আগে বৃহস্পতিবার রাতেও একই এলাকায় নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস চত্বরে থাকা চারটি ঝুট গুদামে আগুন লেগে পুড়ে গেছে কয়েক লাখ টাকার ঝুট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status